
করোনা আক্রান্ত মুলায়ম সিং যাদব, টুইট করে জানাল সমাজবাদী পার্টি
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। নেতার বয়স ৮০ বছর হওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার। সমাজবাদী পার্টির তরফ থেকে টুইট করে মুলায়ম সিংয়ের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে। মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তাও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম িসং যাদব। মূত্রনালীতে সংক্রমণের চিকিৎসা চলছিল তাঁর। সেসময় করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। সংসদের বাদল অধিবেশনেও অংশ নিয়েছিলেন তিনি। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শুরুর প্রথম দিনে হুইল চেয়ারে করে তাঁকে সংসদ ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। মৈনপুর কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি মুলায়ম সিং যাদব।

একাধিক সময়ে সমাজবাদী পার্টি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন তিনি। তারপরে তাঁর ছেলে অখিলেশ যাদবও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যোগী ক্ষমতায় আসার আগে পর্যন্ত অখিলেশ ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।