For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা ভাইরাসের ছোবল কাটিয়ে উঠছেন অনেকেই! সুস্থদের পরিসংখ্যান একনজরে

ভারতে করোনা ভাইরাসের ছোবল কাটিয়ে উঠছেন অনেকেই! সুস্থদের পরিসংখ্যান একনজরে

  • |
Google Oneindia Bengali News

কেরলকে ছাপিয়ে করোনা ভাইরাস ঘিরে এই মুহূর্তে দেশ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্র। সেখানে একের পর একজন আক্রান্ত হতে শুরু করেছেন করোনা ভাইরাসের গ্রাসে। ৩০ ছাড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে দেশে করোনাগ্রাস মুক্ত মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়।

রাজস্থানে সুস্থ হয়ে উঠলেন ৩ জন

রাজস্থানে সুস্থ হয়ে উঠলেন ৩ জন

করোনা ভাইরাস আক্রমণের জেরে যাঁরা কয়েকদিন আগেই আইসোলেশনে চলে গিয়েছিলেন ও হাসপাতালে ভর্তি ছিলেন , তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। রাজস্থানে হাসপাতালে ভর্তি হওয়া ৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

 করোনা: দেশে সুস্থদের পরিসংখ্যান

করোনা: দেশে সুস্থদের পরিসংখ্যান

এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের ,সংখ্যা ১১০ জন। এঁদের মধ্যে ১৩ জন আপাতত সম্পূর্ণ সুস্থ। এঁরা সকলেই কোভিড ১৯ এর গ্রাস কাটিয়ে উঠেছেন। এদিকে, প্রতিটি বিমানবন্দরের সংখ্য মিলিয়ে , ১৫ মার্চ পর্যন্ত ১২,৭৬,০৪৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে। করোনা নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারত সরকার।

দিল্লির পরিস্থিতি কেমন?

দিল্লির পরিস্থিতি কেমন?

করোনার দাপটে মোট ৭ জন দিল্লিতে আক্রান্ত হন বলে খবর। সেখানে ১ জনের মৃত্যু হয়েছে। তবে বাকিদের মধ্যে ২জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। এমনকি এঁদের মধ্যে একজন জানিয়েছেন, আতঙ্কে শিউরে থাকার মতো পরিস্থিত নেই ভারতের হাসপাতালের আইসোলেশনে। ফলে এই রোগ নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও প্রশ্ন নেই।

দিল্লিতে জমাতয়েত নিষিদ্ধ

দিল্লিতে জমাতয়েত নিষিদ্ধ

এদিন কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক বা সমাজিক কোনও রকমের সভা বা সমিতি, যেখানে ৫০ জন মানু। একত্রিত হবেন , তা নিষিদ্ধ। এক্ষেত্রে ধর্মীয় সমাবেশ কিম্বা প্রতিবাদও নিষিদ্ধ ঘোষিত হয়েছে দিল্লিতে। এমনকি বিয়েবাড়িতেও ৫০ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে দিল্লি সরকার।

কমলের পতনে কমল ফুটবে নর্মদার তীরে! মধ্যপ্রদেশ নিয়ে কংগ্রেসকে হুঙ্কার বিজেপিরকমলের পতনে কমল ফুটবে নর্মদার তীরে! মধ্যপ্রদেশ নিয়ে কংগ্রেসকে হুঙ্কার বিজেপির

English summary
Coronavirus in India, with 3 more cured total 13 free of COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X