For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের চিকিৎসার খরচ কত বেসরকারি হাসপাতালে! কয়েকটি তথ্য

  • |
Google Oneindia Bengali News

কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে করোনা ভাইরাসে বিশ্ব আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্ব জুড়ে ক্রমাগত বাড়ছে মৃত্যু মিছিল। বিশ্বে এখনও পর্যন্ত এই মারণ রোগে ৬৪, ৭২৯ জনের মৃত্য়ু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২৪৬, ৬৩৮ জন। এমন পরিস্থিতিতে একনজরে দেখে নেওয়া যাক এই মারণ রোগের চিকিৎসার খরচ কত।

হাসপাতালের কী পরিস্থিতি?

হাসপাতালের কী পরিস্থিতি?

বহু প্রাইভেট হাসপাতালকে আমূল পরিবর্তন করতে হয়েছে কোভিড ১৯ এর জেরে। নতুন করে পিপিই আনতে হয়েছে হাসপাতালে। নিয়ে আসতে হয়েছে বিশেষ বেড। বন্দোবস্ত করতে হয়েছে নতুন আইসোলেশন সেক্টরের। ফলে খরচের পরিমাণ অনেকটাই বেড়েছে। অনেক রোগীকে আলাদা ওয়ার্ডে রাখারও বন্দোবস্ত করতে হয়েছে।

 কোভিড ১৯ এর চিকিৎসার খরচ কত?

কোভিড ১৯ এর চিকিৎসার খরচ কত?

হাসপাতালগুলি জানাচ্ছে সেভাবে কোভিড ১৯ মোকাবিলায় খরচের কোন নির্দিষ্ট সীমা বা প্যাকেজ ধরা বাঁধা নেই। রোগীর পরিস্থিতি যেরকম হবে সেভাবেই চিকিৎসা করা হচ্ছে। আর সেভাবেই খরচ ধরা হচ্ছে। তবে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিষেবার গুণমান বেশি থাকায় খরচ অনেকটাই বেশি।

রোগের চিকিৎসা সম্পর্কে খরচের সাধারণ ধারণা

রোগের চিকিৎসা সম্পর্কে খরচের সাধারণ ধারণা

জানা যাচ্ছে সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলিতে চিকিৎসার খরচের ২ টি ধরনের খাত রয়েছে। জেনারেল ওয়ার্ডে ভর্তি হলে প্রতিদিন ১১,০০০ টাকা বেড ভাড়া। আর আইসিইউ হলে প্রতিদিন ৫০ হাজার টাকার বেড ভাড়া দিতে হচ্ছে রোগীদের। সাধারণ বেসরকারি হাসপাতালে জেনারেল বেডের ভাড়া ৫ হাজার টাকা। সঙ্গে ভেন্টিলেটর দেওয়া থাকবে। আইসিইউ-র খরচ হতে পারে ১০ দিনে এক লাখ টাকা পর্যন্ত।

 কত দিন চলতে পারে চিকিৎসা?

কত দিন চলতে পারে চিকিৎসা?

কোভিড ১৯ রোগীদের টানা ১৫ দিনের চিকিৎসার কথা জানাচ্ছে হাসপাতালগুলি। এক্ষেত্রে বেসরকারি সাধারণ হাসপাতালগুলির থেকে সুপারস্পেশ্যালিটি হাসপাতালের খরচ প্রতি ব্যক্তি হিসাবে সাড়ে সাত লাখের গন্ডি ছাড়িয়ে যেতে পারে। জানা গিয়েছে, দেশের ৭ হাজার হাসপাতাল এই রোগ মোকাবিলায় কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' এর আওতাভূক্ত।

English summary
Coronavirus in India, What is the cost of Covid 19 treatment, know details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X