For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানের টিকিট বুকিং নিয়ে বড়সড় নির্দেশ কেন্দ্রের! লকডাউনের মধ্যে এল কোন বার্তা

বিমানের টিকিট বুকিং নিয়ে বড়সড় নির্দেশ কেন্দ্রের! লকডাউনের মধ্যে এলো কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

লকডাউন উঠে যাওয়ার কথা ৩ মে। দ্বিতীয় পর্বের লকডাউন ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কবে থেকে দেশে স্বাভাবিক হবে পরিস্থিতি , তা নিয়ে রয়েছে একাধিক চিন্তা ভাবনা। এরই মধ্যে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক বসে শনিবার। সেই বৈঠক শেষ হতেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর তরফে এসেছে বড় বার্তা।

 বিমানের টিকিট বুকিং নিয়ে বার্তা

বিমানের টিকিট বুকিং নিয়ে বার্তা

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এখন থেকেই যেন বিমান পরিষেবা সংস্থাগুলি টিকিট বুকিং সংক্রান্ত কোনও ঘোষণা না করে। কেন্দ্রের তরফে নির্দিষ্ট বার্তা আসার পরই যেন বুকিং এর কাজ শুরু হয়।

১৫ মে পাখির চোখ!

১৫ মে পাখির চোখ!

জানা গিয়েছে, শনিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে লকডাউনের ৪০ দিনের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। ফলে ৩ মে লকডাউনের দ্বিতীয় পর্যায় শেষ হলেই যে ট্রেন ও বিমানকে ছাড় দেওয়া হবে, তা নয়। সেক্ষেত্রে ১৫ মে পর্যন্ত এই দুই পরিষেবাকে আবারও স্থগিত রাখা হতে পারে দেশে। ফলে ১৫ মের পর থেকে ট্রেন ও বিমান পরিষেবা চালু হওয়ার আভাস উঠে আসছে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিচার বিবেচনা

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিচার বিবেচনা

উল্লেখ্য, করোনা ইস্যুতে দেশরে সামগ্রিক পরিস্থিত কেমন থাকে ,তা নিয়ে বিচার বিবেচনা করার পরই ট্রেন ও বিমান পরিষেবা আরও বাড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা হতে পারে।

এয়ার ইন্ডিয়ার ঘোষণা

এয়ার ইন্ডিয়ার ঘোষণা

এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে ৪ মে থেকে বিমানের টিকিট বুকিং শুরু করার বার্তা দেওয়া হয়েছে। এর পরবর্তীকালে ১০ জুন থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা চালু করবে বলে জানিয়েছে।

নন্দীগ্রামে লাশ গায়েব করেছিল সিপিএম, করোনায় দেহ লোপাট করছে তৃণমূল! বিস্ফোরক দিলীপনন্দীগ্রামে লাশ গায়েব করেছিল সিপিএম, করোনায় দেহ লোপাট করছে তৃণমূল! বিস্ফোরক দিলীপ

English summary
Coronavirus in India, Centre asks airlines not to restart booking till govt decides.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X