For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে আরও বাড়ল! প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ আমলাদের

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই ভারতে করোনা ভইারেস আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত এক সপ্তাহে কার্যত লাফিয়ে বেড়েছে এই ভাইরাস আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ভারতে মোট ৩৪ জনের দেহে রয়েছে করোনা ভাইরাসের নমুনা। আক্রান্ত দের চিকিৎসায় কোনও ত্রুটি রাখছে না প্রশাসন। পাশাপাশি, এবার পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে খোদ প্রধানমন্ত্রী।

পেটিএম কর্মীর সংযোগে আসতেই..

পেটিএম কর্মীর সংযোগে আসতেই..

আগেই জানা গিয়েছিল যে দিল্লিতে এক পেটিএম কর্মীর দেহে এই ভাইরাস মিলেছে। আর এরপর জানা গিয়েছে যে সেই কর্মীর সঙ্গে যিনি সংযোগে ছিলেন, এমন এক মহিলার দেহে এই রোগের চিহ্ন মিলেছে। মহিলাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী পর্যালোচনায়

প্রধানমন্ত্রী পর্যালোচনায়

এর আগে, আমলাদের সঙ্গে বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে
পর্যালোচনা করেন। বিভিন্ন বিভাগকে তিনি নির্দেশ দেন যে, কোন কোন এলাকা থেকে এমন ভইারাস ছড়াচ্ছে , সেই এলাকা চিহ্নিত করা হোক। তাছাড়া যেকোনও সভা সমিতি যেখানে মানুষের ভিড় হতে পারে,সেরকম জায়গা থেকে নাগরিকদের দূরে থাকার পরামর্শও দিয়েছেন মোদী।

৩৪ জন আক্রান্ত

৩৪ জন আক্রান্ত

দেশে নতুন করে আরও ৩ টি করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়ে গিয়েছে। ফলে আতঙ্ক ক্রমাগত গ্রাস করতে শুরু করেছে। যাঁদের দেহে এই ভইারাস পাওয়া গিয়েছে, তাঁদের বেশিরভাগ জনই বিদেশ থেকে ভারতে এসেছেন।

 'মাস্ক বদলের সময় মুখে হাত..' ও সতর্কতা

'মাস্ক বদলের সময় মুখে হাত..' ও সতর্কতা

এই মারণ করোনা ভাইরাস হাতে ১০ মিনিট পর্যন্ত জীবিত থাকে। ফলে মুখে সরাসরি হাত দেওয়া থেকে মানুষকে বিরত থাকার পরামর্শ এসেছে প্রধানমন্ত্রীর তরফে। তিনি বলেন, মুখের মাস্ক ফিট করার সময়ই যেন হাত সাবধানে রাখা হয়। মুখে বেশি হাত যেন না যায়, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পাশপাশি , হ্যান্ডশেক থেকে বিরত থাকার বার্তা দেন মোদী।

 চিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

চিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

চিনে নতুন করে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ জনে। এই মুহূর্তে সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩,০৯৭। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ৪০০ জনের দেহে পাওয়া গিয়েছে এই ভাইরাস । সেখানে ২ জনের মৃত্যু হতেই নিউ ইয়র্ক সিটি জারি করেছে সতর্কতা।

English summary
Coronavirus in India, 3 more test positive; PM Modi reviews situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X