For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের বেতনের কাটছাঁট নিয়ে অর্ডিন্যান্স! উদ্বেগ বাড়তেই কী জানালেন কেরলের মন্ত্রী

সরকারি কর্মীদের বেতনের কাটছাঁট নিয়ে অর্ডিন্যান্স! উদ্বেগ বাড়তেই কী জানালেন টিএম থমাস

  • |
Google Oneindia Bengali News

কেরল সরকার জানিয়েছিল কর্মীদের বেতনের ৬ দিনের টাকা আগামী ৫ মাস পর্যন্ত কেটে নিয়ে তা পরে দেওয়া হবে। তবে কেরল হাইকোর্ট তাকে আইনের যুক্তি বিরুদ্ধ বলে দাবি করে। আর করোনার আবহে এই টাকা থেকে কেরল সরকার পরিস্থিতি মোকাবিলার পথে হাঁটবে বলে আদালতকে জানালেও তা কার্যকরী হয়নি। এরপর কেরল সরকার নিয়ে নিল বড়সড় পদক্ষেপ।

 কেরল সরকারের অর্ডিন্যান্স

কেরল সরকারের অর্ডিন্যান্স

কেরল সরকার জানিয়েছেন এবার আপৎকালীন পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় তাহলে সরকার কর্মীদের বেতনের একটা অংশ পরে দিতে পারে। এপ্রসঙ্গে সেখানের বাম সরকার একটি অর্ডিন্যান্স আনছে। সরকার জানিয়েছে, বেতন কেটে নেওয়া নয়, কেবলমাত্র সেই টাকা পরে দেওয়া হবে। তবে এটি কেবলমাত্র আপৎকালের জন্যই প্রযোজ্য।

 মন্ত্রী টি এম থমাস কী বলেছেন?

মন্ত্রী টি এম থমাস কী বলেছেন?

কেরলের অর্থমন্ত্রী টিএম থমাস জানিয়েছেন, কেন্দ্রের থেকে যে অর্থ আসছে তাতে এই সংকট পরিস্থিতিতে রাজ্যসরকারি কর্মীদের বেতনের পুরোটা দেওয়া কঠিন। তিনি বলেন, কেরল বেতনের কাটছাঁট করছে না, শুধু তার একটা অংশ পরে দেবে বলে অর্ডিন্যান্স আনছে।

 কেরলের রাজ্যসরকার কী করতে চলেছে?

কেরলের রাজ্যসরকার কী করতে চলেছে?

কেরলের সরকারের বক্তব্য সরকারি কর্মীদের বেতনের ২৫ শতাংশ পরে দেওয়া নিয়ে আপৎকালের প্রেক্ষিতে একটি অর্ডিন্যান্স বিধানসভায় আনা হবে। যাতে আইনিভাবে কোনও সমস্যা না হয় এই বেতনের অংশ আপৎকালে সরিয়ে পরে দেওয়ার ক্ষেত্রে।

English summary
Coronavirus impact on economy, Kerala to bring ordinance to cut salary of employees in emergencies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X