For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে সোনার ১০ গ্রামের দাম ১ লাখের কাছাকাছি যেতে পারে!বিশ্লেষণ ঘিরে উদ্বেগ

করোনার জেরে সোনার ১০ গ্রামের দাম ১ লাখের কাছাকাছি যেতে পারে!বিশ্লেষণ ঘিরে উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে রীতিমতো বিধ্বস্ত বিশ্ব অর্থনীতি। একের পর এক শক্তিধর দেশে জ্বালানির দাম ক্রমেই পড়ছে। অন্যদিকে, লকডাউনের জেরে বহু উৎপাদনক্ষেত্র বন্ধ থাকায় বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব অর্থনৈতিক দিক থেকে। এদিকে, সোনার দাম আকাশ ছুঁয়ে ফেলতে চলেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

করোনার জেরে প্রবল বিপদ!

করোনার জেরে প্রবল বিপদ!

স্টক আর বন্ডে বিনিয়োগের জেরে খুব একটা লাভের মুখ অনেকেই দেখছেন না। আ র তার ফলেই করোনার মহাসংকটকালে সোনায় বিনিয়োগের পরিমাণ বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন্ড। ফলে সোনার দাম এবার আকাশচুম্বী হতে চলেছে।

 ব্যাঙ্ক অফ আমেরিকা কী বলছে?

ব্যাঙ্ক অফ আমেরিকা কী বলছে?

'ব্যাঙ্ক অফ আমেরিকা'র বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দান ২০২১ সালের শেষে প্রতি আউন্সে ৩ হাজার মার্কিন ডলার হতে পারে। যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা হয়ে উঠতে পারে বিশ্ব অর্থনীতিতে।

জুনের দিকে কত দাম হতে পারে?

জুনের দিকে কত দাম হতে পারে?

জুনের জন্য এমসিএক্স-র গোল্ড ফিচার প্রতি ১০ গ্রামে ৪৬,৩৫২ তে এসে থেমেছে। মনে করা হচ্ছে আগামী দেড় বছরে সোনার দাম ভারতে ৭৫ শতাংশ বেড়ে যাবে। যা লাখের কাছাকাছি গিয়ে থামতে পারে। ফলে ২০২১ সালের শেষের দিকে সোনার দাম আকাশ ছুঁতে পারে।

 বর্তমান এক্সচেঞ্জের রেট কী বলছে?

বর্তমান এক্সচেঞ্জের রেট কী বলছে?

বর্তমানের ভবিষ্যদ্বাণী বলছে, ২০২১ সালের শেষে সোনার দাম যদি এক্সচেঞ্জ রেটের হিসাবে ৩ হাজার মার্কিন ডলার হয়, তাহলে ২০২১ সালের শেষের দিকে সোনার দাম প্রতি ১০ গ্রামে ভারতে দাঁড়াবে ৮২ হাজার টাকা।

করোনা আমাদের আত্মনির্ভরশীলতা শিখিয়েছে! পঞ্চায়েতি রাজ দিবসে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীরকরোনা আমাদের আত্মনির্ভরশীলতা শিখিয়েছে! পঞ্চায়েতি রাজ দিবসে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

English summary
Coronavirus impact on Economy, Gold may zoom to Rs 82,000 per 10gm by end 2021 says analyst
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X