For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ থমকে গেল ২০২১ সালের জুলাই পর্যন্ত! ঘোষণা অর্থমন্ত্রকের

কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘভাতা নিয়ে মোদী সরকারের নয়া নির্দেশ! অর্থমন্ত্রকের বড় ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা সরকারের। সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ ও ডিআর আপাতত স্থগিত রাখর কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই নিয়ে বিস্তারিত কিছু তথ্য দিয়েছে।

ডিএ নিয়ে বড় ঘোষণা

ডিএ নিয়ে বড় ঘোষণা

২০২০ সালের জানুয়ারি মাস থেকে যে বর্ধিত হারে ডিএ পাওয়াা র কথা ছিল কেন্দ্রীয় সরকারী কর্মীদের তা এখন বন্ধ করল সরকার। এবছর ৪০০বিপিএস বৃদ্ধি নিয়ে ডিএ ঘোষণা করেছিল সরকার। আপাতত তা পাবেন না সরকারী কর্মী ও পেনশনভোগীরা।

 কবে পর্যন্ত এই নিয়ম লাগু?

কবে পর্যন্ত এই নিয়ম লাগু?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী ২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত এই নিয়ম লাগু থাকছে। এই ডিএ ২০২০ সালের ১ জুলাই থেকে পাওয়ার কথা ছিল কর্মীদের। ২০২০ সালের ১ জানুয়ার থেকে হিসাব অনুযায়ী এর প্রাপ্য অঙ্ক পাওয়ার কথা ছিল কর্মীদের। যা তাঁরা জুলাই মাসে পেতেন। তবে তা এবার পাচ্ছেন না।

 ডিএ নিয়ে আরও কিছু তথ্য

ডিএ নিয়ে আরও কিছু তথ্য

সরকার জানিয়েছে, ২০২০ সালের আগে পর্যন্ত যে হারে কর্মীরা ডি এ পাচ্ছিলেন , সেই হারে অবশ্য ডি এ পাবেন। ফলে বর্তমানের প্রাপ্য ডিএ-র হারে কোনও কাটছাঁট করছে না সরকার।

করোনা রোগীদেরও এবার নিশানায় রাখতে ছাড়ছে না জঙ্গিরা! আইএস ঘিরে নয়া সতর্কতা করোনা রোগীদেরও এবার নিশানায় রাখতে ছাড়ছে না জঙ্গিরা! আইএস ঘিরে নয়া সতর্কতা

English summary
Coronavirus impact, Govt Freezes Dearness Allowance Of Staff At Current Levels,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X