For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় রাশ, কমল সক্রিয়ের সংখ্য়াও

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ৪ কোটি ছাড়িয়ে গিয়েছে। তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মধ্যে চলছে টিকাকরণ। ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮ কোটির বেশি ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত প্রায় ৩ কোটি ছুঁয়েছে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ কোটির ঊর্ধ্বে।

Newest First Oldest First
10:54 PM, 15 May

মধ্যপ্রদেশে ৪২ জন আক্রান্ত, মৃত্যুর কোনও খবর নেই
10:54 PM, 15 May

গুজরাতে ৩৩ জন আক্রান্ত, মৃত্যুর কোনও খবর নেই
8:55 PM, 15 May

তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৩০ জন, মৃত্যুর কোনও খবর নেই
8:54 PM, 15 May

মহারাষ্ট্রে ২৫৫ জন করোনা আক্নাত্র ১ জনের মৃত্যু
5:16 PM, 15 May

ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ব্যতীত, সাংহাই কিছু অঞ্চলে নিষেধাজ্ঞা জোরদার করছে। চিনের বৃহত্তম এবং সর্বাধিক জনসংখ্য়ার শহরের বাসিন্দারা ক্ষুব্ধ ও ক্লান্ত।
5:14 PM, 15 May

সাংহাই ধীরে ধীরে কঠোর কোভিড-১৯ লকডাউন বিধি থেকে বেরিয়ে আসছে। সোমবার থেকে চিনের আর্থিক ও উৎপাদন কেন্দ্রে শপিংমল এবং সেলুনগুলির মতো ব্যবসাগুলি পুনরায় চালু করা হচ্ছে।
4:24 PM, 15 May

ওড়িশায় রবিবার আরও ১৪টি করোনভাইরাস মামলা রেকর্ড করা হয়েছে। টানা ১২ দিনে কোনও নতুন মৃত্যু ঘটেনি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৩৮টি সক্রিয় কোভিড-১৯ কেস রয়েছে এবং আরও সাতজন রোগী এই রোগ থেকে সুস্থ হয়েছেন।
4:23 PM, 15 May

বেজিং গত ২৪ ঘন্টায় ৪০টি নতুন সংক্রমণের খবর দিয়েছে। ২২ এপ্রিল থেকে মোট ১০১৫টি কোভিড -১৯ রোগী রাজধানীর মনোনীত হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে।
4:22 PM, 15 May

বেজিংয়ের ফাংশান জেলায় কোভিড-১৯ সংক্রমণের আবির্ভাব হওয়ায়, স্থানীয় প্রশাসন বাস, পাতাল রেল এবং গাড়ি-সহ সমস্ত পরিবহণ পরিষেবা স্থগিত করার পাশাপাশি বাড়িতে থাকার আদেশ জারি করেছে।
4:20 PM, 15 May

স্বাস্থ্য পরিচালক জি শ্রীরামুলু বলেছেন কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয়ের সংখ্যা ১৫-য় পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় কোনও রোগী করোনামুক্ত হয়নি এবং মোট করোনামুক্তের সংখ্যা ১,৬৩,৮৩৫।
10:16 AM, 15 May

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ৪ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের উপরই রয়েছে। প্রতিদিন রাজ্যেও নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন অনেকে।
10:15 AM, 15 May

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে টিকাকরণ হয়েছে ১৫,৫৮,১১৯টি। এই নিয়ে দেশে মোট করোনা টিকাকরণের সংখ্যা পৌঁছেছে ১,৯১,৩২,৯৪,৮৬৪–এ।
10:15 AM, 15 May

দেশজুড়ে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৭৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭৮ জন। দেশে এই নিয়ে করোনায় সুস্থতার সংখ্যা ৪২৫৭৯৬৯৩ জন
10:15 AM, 15 May

গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২৪২১৪।
10:14 AM, 15 May

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। তবে তা শনিবারের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে।
5:11 PM, 14 May

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত
5:11 PM, 14 May

ভারতে ২৪ ঙন্টায় ২৮৫৮ জন করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ জনের
5:10 PM, 14 May

ওমিক্রনের নতুন রূপে করোনা ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায়
5:09 PM, 14 May

৫৮ জনকে রাখা হয়েছে আইসোলেশনে
5:06 PM, 14 May

জোকা আইআইএম-এ ২৮ জন করোনা আক্রান্ত
9:52 PM, 13 May

মুম্বইয়ে ১৫৫ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১ জনের
9:52 PM, 13 May

তামিলনাড়ুতে নতুন করে ৪৪ জন করোনা আক্রান্ত
9:52 PM, 13 May

যাঁরা বিদেশে যাবেন, তাঁদের জন্য তৃতীয় ডোজের সময় কমানো হল
6:49 PM, 13 May

নাসিকে করোনার সংখ্যা শুক্রবার ৪,৭৬,০৭৫-এ পৌঁছেছে। চারজন ব্যক্তির সংক্রমণ শনাক্ত হয়েছে, যেখানে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৮৮৯৯-এ।
6:48 PM, 13 May

গবেষকরা দেখেছেন, প্লাস্টিক মানি কার্ডগুলিতে ভাইরাস আরও বেশি স্থিতিশীল থাকে। নগদ বা কার্ডে কোনও কার্যকর ভাইরাস শনাক্ত করা যায়নি।
6:47 PM, 13 May

একটি সমীক্ষা অনুসারে করোনা নগদ নোটে কম ছড়ায়। একিট জার্নালে প্রকাশিত গবেষণাটি জানান যায়, করোনা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে নগদের চেয়ে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করা বাঞ্ছনীয় নয়।
6:44 PM, 13 May

বিশেষজ্ঞদের সুপারিশের উপর ভিত্তি করে, কর্তৃপক্ষ বিদেশি ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় সতর্কতা ব্যবস্থা ঠিক করবে। দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে ন্যূনতম ৯০ দিনের সময়সীমা সাপেক্ষে, তা ঠিক হবে।
2:39 PM, 13 May

চিনের সাংহাইয়েও কড়া লকডাউন চলছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়।
2:38 PM, 13 May

দ্রুত ছড়াচ্ছে জ্বর। সেকারণে কড়া বিধিনিষেধ জারি করেছে কিম। এক প্রকার লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে।
2:38 PM, 13 May

উত্তর কোরিয়ায় হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। জ্বরের কারণে ১০০০-র উপরে ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতিমধ্যেই ৬ জন মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে সেখানে।
READ MORE

English summary
Get Live Updates of COVID-19 Vaccination Drive News across Kolkata, West Bengal and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X