• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE ৩০ তারিখ পর্যন্ত ট্রেনের বুকিং বাতিল করল রেল! বাড়তে চলেছে করোনা লকডাউন?

করোনা থাবা বাড়ছে গোটা বিশ্বে। করোনা সংক্রমণে গোটা বিশ্বে মৃত ৭০,০০০ এর বেশি মানুষ। ভারতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আক্রান্ত ৪০০০ ছাড়িয়েছে। আমেরিকায় করোনার থাবা চিড়িয়াখানাতেও। ভাইরাসে আক্রান্ত নিউইয়র্কের চিড়িয়াখানার একটি বাঘও।

LIVE করোনা ভাইরাসে মৃত ১০০  ছাড়াল ভারতে, বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ১২ লক্ষের বেশি

Newest First Oldest First
1:46 AM, 8 Apr
আক্রান্তের সংখ্যায় সবার থেকে এগিয়ে আমেরিকা। আমেরিকায় আক্রান্ত চার লাখ ছুঁই ছুঁই। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত এই সংখ্যাটা ৩,৮৬,১০৪। একদিনেই আমেরিকায় আক্রান্ত ১৯১০০। আর তারপরেই আছে স্পেন (১,৪০,৫১১), ইতালি (১,৩৫,৫৮৬), ফ্রান্স (১,০৯,০৬৯), জার্মানি (১০,০৫,৬০৪)।
1:46 AM, 8 Apr
এদিন সবথেকে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে। তারপরেই রয়েছে আমেরিকা। ফ্রান্সে মৃতের সংখ্যা একদিন ১৪১৭। আর আমেরিকায় একদিনে মৃতের সংখ্যা ১৩৭১।
1:45 AM, 8 Apr
মঙ্গলবার সারা দিনে সব রেকর্ড ভেঙে মৃত্যু হল সর্বাধিক। একদিনে মৃত্যু হয়েছে ৬২৯১ জনের। আর সর্বমোট মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার। করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে ১৪ লক্ষ।
12:31 AM, 8 Apr
কোনও উপসর্গ নেই, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরেও করোনা পজেটিভ কেরলের দুই ব্যক্তি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নতুন করে উদ্বেগ বেড়েছে চিকিৎকদের।
11:57 PM, 7 Apr
শুধু মহারাষ্ট্রে আক্রান্ত বেড়ে ১ হাজারের সীমা পেরিয়ে গেল বলে জানা গিয়েছে।
11:21 PM, 7 Apr
শুধু নিউ ইয়র্কেই ৭৩১ জন মারা গিয়েছে এদিন।
11:03 PM, 7 Apr
একদিনে ফ্রান্সে ১৪১৭ জন ও আমেরিকায় ১৩৫৯ জন মারা গিয়েছেন যা রেকর্ড মৃত্যু বলে জানা গিয়েছে।
11:01 PM, 7 Apr
একদিনে সর্বাধিক ৬২৫৭ জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এটা করোনায় একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড।
10:42 PM, 7 Apr
তিহার জেলের ৬৫০ জন কয়েদিকে প্যারোলে মুক্ত করা হয়েছে।
9:32 PM, 7 Apr
তেলাঙ্গানায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়ে গেল।
9:31 PM, 7 Apr
করোনার কারণে কাশ্মীরের বন্দিপোরার দুটি গ্রামকে রেড জোন চিহ্নিত করা হল।
7:26 PM, 7 Apr
করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল। তাকে ভেন্টিলেটর দেয়া হয়নি।
7:26 PM, 7 Apr
আগামী ৩০ তারিখ পর্যন্ত ট্রেনের বুকিং বাতিল করল রেল। তিনটি বিশেষ ট্রেনের বুকিং বাতিলে জল্পনা, লকডাউন কি বাড়ছে।
6:01 PM, 7 Apr
করোনা মোকাবিলায় অন্য়ান্য বিশেষজ্ঞদের পথেই ‘ব়্যান্ডম টেস্টিং’ এর পরামর্শ দিলেন অ্যাডভাইজরি বোর্ডের পরামর্শদাতা নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। একে অপরকে সাবধানে থাকার পরামর্শ দিলেন।
6:00 PM, 7 Apr
মিষ্টির দোকান খোলার পর ফুলের বাজারেও ছাড়া। বৃহস্পতিবার থেকে রাজ্যে ফুল বিক্রি অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী।
6:00 PM, 7 Apr
রাজ্যে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯জন। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত সাতটি স্থান। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তথ্য দিলেন মুখ্যমন্ত্রী।
6:00 PM, 7 Apr
নবান্নে প্রথম গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের বৈঠক। স্কটল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগদান মূল পরামর্শদাতা নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের।
5:59 PM, 7 Apr
দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ১১৭জনের। জানাল স্বাস্থ্যমন্ত্রক।
5:29 PM, 7 Apr
চারদিন ধরে কম প্রাণহানির রেকর্ড একটু আশা জাগালেও গত ২৪ ঘণ্টার ব্যবধানে স্পেনে করোনায় মৃত্যু আবারও আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে নতুন করে আরও ৭৪৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১৩,৭৯৮ জনের।
5:28 PM, 7 Apr
করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজধানী টোকিও, ওসাকাসহ সাতটি হটস্পটে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। পাশাপাশি, অর্থনৈতিক সংকট মোকাবিলায় এক ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের বিশ্বের সর্বোচ্চ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
5:28 PM, 7 Apr
লকডাউনে কর্মহীন, দেশে আরেক দিনমজুরের আত্মহত্যা।
2:55 PM, 7 Apr
২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ১১ জন।
2:53 PM, 7 Apr
লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
2:53 PM, 7 Apr
নিউজিল্যান্ডে আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত, মোট ১ হাজার ১৬০।
2:53 PM, 7 Apr
নিউ ইয়র্কে লকডাউনের সময়সীমা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বেড়েছে জরিমানার পরিমাণও।
2:52 PM, 7 Apr
লকডাউন অমান্য করে ঘুরতে যাওয়ায় পদ হারালেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী।
2:52 PM, 7 Apr
কানাডার ৩০ লাখ মাস্কের চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।
2:51 PM, 7 Apr
ইন্দোনেশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত, ২৪ চিকিৎসকের মৃত্যু।
2:51 PM, 7 Apr
ফ্রান্সে করোনায় একদিনে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।
2:50 PM, 7 Apr
করোনা মহামারী মোকাবিলার লড়াইয়ে বিশ্বে ৫৯ লাখ নার্সের ঘাটতি রয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
READ MORE

English summary
Coronavirus Hits India, Get Live Updates of COVID-19 News in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more