For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে বাড়ছে করোনা উদ্বেগ! গোটা বিশ্বের মোট মৃতের মধ্যে ১০ শতাংশই ভারতের বাসিন্দা

দেশে বাড়ছে করোনা উদ্বেগ! গোটা বিশ্বের মোট মৃতের মধ্যে ১০ শতাংশই ভারতের বাসিন্দা

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা উদ্বেগ। দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাতেো নিত্য নয়া রেকর্ড করছে ভারত। এদিকে ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ লক্ষের গণ্ডি পার করেছে। পাশাপাশি মৃতের সংখ্যাও ১ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। বৃহঃষ্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯৯ হাজার ৭৭৩।

মোট মৃতের সংখ্যার ১০ শতাংশই ভারতীয়

মোট মৃতের সংখ্যার ১০ শতাংশই ভারতীয়

এদিকে বিশ্বব্যাপী করোনা মানচিত্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষের গণ্ডি পার করেছে। শুক্রবার বিকেল পর্যন্ত মারা গেছেন ১০ লক্ষ ২৮ হাজারের বেশি মানুষ। এমতাবস্থায় বিশ্বব্যাপী করোনার সামগ্রিক মানচিত্র বলছে সারা পৃথিবীতে করোনায় মোট মৃতের সংখ্যার ১০ শতাংশই ভারতীয়। পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যার মধ্যেও প্রত্যহ ১৫ থেকে ২০ শতাংশ ভারতের বাসিন্দা থাকছেন বলে জানা যাচ্ছে।

প্রত্যহ করোনার থাবায় মারা যাচ্ছেন ১ হাজারের বেশি মানুষ

প্রত্যহ করোনার থাবায় মারা যাচ্ছেন ১ হাজারের বেশি মানুষ

বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে গোটা বিশ্বে প্রত্যহ ৪ হাজার থেকে ৬ হাজার মানুষ মারাণ করোনার প্রকোপে মারা যাচ্ছে। যার মধ্যে ভারত থেকে প্রত্যহ ১ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। কার্যত গত এক মাস ধরেই এই মাত্রা ধরে রেখেছে ভারত। যার জেরেই বর্তমানে রাজ্য প্রশাসনের পাশাপাশি উদ্বেগ বাড়ছে কেন্দ্র সরকারেরও।

কেমন আছে মার্কিন মুলুক ?

কেমন আছে মার্কিন মুলুক ?

এদিকে করোনা মৃত্যুর নিরিখে ভারতের উপরে রয়েছে আমেরিকা। শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১২ হাজারেরও বেশি। কিন্তু গত একমাসে মার্কিন মুলুকে করোনায় দৈনিক মৃত্যুর পরিমাণ অনেকটাই কমেছে বলে দেখা যাচ্ছে। এক একদিনে গোটা দেশে ৩০০ জনের নীচে নেমে এসেছে বলে খবর। যা গত কয়েকমাস আগেই ২-৩ হাজারের উপরে ঘোরাফেরা করছিল।

সঙ্কটকালেও কোথায় আশার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা ?

সঙ্কটকালেও কোথায় আশার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা ?

যদিও জনসংখ্যার অনুপাতে প্রতি দশ লক্ষে মৃত্যুর নিরিখে ভারতে মৃত্যুহার এখনও অনেকটাই কম বলে দেখা যাচ্ছে। পরিসংখ্যান মোতবাকে বর্তমান পটভূমিকায় ভারতে প্রতি দশ লক্ষে মাত্র ৭২ জন মারণ করোনার প্রকোপে প্রাণ হারাচ্ছেন। পাশাপাশি সুস্থতার হারও রয়েছে ৮২ শতাংশের উপরে। কিন্তু ভারতের বিশালাকার জনসংখ্যার কারণেই মৃত ও আক্রান্তের সংখ্যা বৈশ্বিক পরিসংখ্যানে এত বেশি লাগছে বলে মত বিশেষজ্ঞদের।

রাহুল-প্রিয়াঙ্কার গ্রেফতারি প্রতিবাদে দফায় দফায় অবরোধ কংগ্রেসেররাহুল-প্রিয়াঙ্কার গ্রেফতারি প্রতিবাদে দফায় দফায় অবরোধ কংগ্রেসের

{quiz_384}

English summary
The latest figures show that 10 per cent of all deaths from coronavirus worldwide are in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X