For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন কখন তুললে মহামারী ব্যাপক আকার নিতে পারে, কখনই বা সংক্রমণ শূন্য হতে পারে, একনজরে

লকডাউন কখন তুললে মহামারী ব্যাপক আকার নিতে পারে, কখনই বা সংক্রমণ শূন্য হতে পারে, একনজরে

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাস মহামারী শিখরে উঠতে পারে মে মাসের মাঝামাঝি নাগাদ। এরপর আস্তে আস্তে তা কমের দিকে যাবে। একটি বেসরকারি সংস্থা এমনটাই অনুমান করছে। তিনটি সম্ভাবনা ও পরামর্শের কথাও জানিয়েছে ওই সংস্থা। তারা বলেছে ২২ মে নাগাদ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে যাবে।

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে তিনটি মডেলের কথা বলা হয়েছে। প্রত্যেকটি মডেলেই রোগের প্রাদুর্ভাব কীভাবে প্রকাশ পাবে, সেই অনুমানের কথা জানানো হয়েছে। পাশাপাশি সেই পরিস্থিতিতে সরকার এবং স্বাস্থ্য পরিষেবা কীভাবে সাহায্য করতে পারে তাও বলা হয়েছে। তিনটি মডেল হল পার্সেন্টেজ মডেল, টাইম সিরিজ মডেল, সাসেপটেবল এক্সপোজড ইনফেকটেড রিকভার মডেল। তিনটি মডেলে মহারামীর ছটি প্রোজেকশনের কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে কখন লকডাউন তুললে তা নিরাপদ হতে পারে।

 পার্সেন্টেজ মডেল

পার্সেন্টেজ মডেল

পার্সেন্টেজ মডেলে ইতালি ও আমেরিকার রোগ ছড়ানোর কথা তুলে ধরা হয়েছে। তার সঙ্গে ভারতের তুলনা করে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করা হয়েছে।

টাইম সিরিজ মডেল

টাইম সিরিজ মডেল

এই মডেলে চিন ও দক্ষিণ কোরিয়ার তথ্য তুলে ধরে তাকে ভারতের সঙ্গে তুলনা করা হয়েছে।

সাসেপটেবল এক্সপোজড ইনফেকটেড রিকভার মডেল(এসইআইআর মডেল)

সাসেপটেবল এক্সপোজড ইনফেকটেড রিকভার মডেল(এসইআইআর মডেল)

এই মডেলে ভাইরাসের প্রজনন হারের কথা বলা হয়েছে।

কখন সংক্রমণ শূন্য হতে পারে তারও উল্লেখ

কখন সংক্রমণ শূন্য হতে পারে তারও উল্লেখ

এই রিপোর্টে সংক্রমণ কখন শূন্য হতে পারে তারও একটা অনুমানের কথা দেওয়া হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৩ মে-র পরেই লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে। সেই সময় ভাইরাসের প্রজনন হার থাকবে ০.৮। অর্থাৎ একজন সংক্রমিত ব্যক্তি ০.৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ করতে পারেন লকডাউন যদি ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়, তাহলে। আর ১৫ সেপ্টেম্বরে তা শূন্যে নেমে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়, তাহলে জুনের মধ্যবর্তী সময়ে সংক্রমণের সংখ্যা শূন্যে নেমে আসতে পারে।

'নিখোঁজ হওয়া মৃত'-এর সংখ্যা ঘিরে তোলপাড় বিশ্বের ১১ টি দেশে! করোনার আবহে বড়সড় চাঞ্চল্য 'নিখোঁজ হওয়া মৃত'-এর সংখ্যা ঘিরে তোলপাড় বিশ্বের ১১ টি দেশে! করোনার আবহে বড়সড় চাঞ্চল্য

English summary
Coronavirus epidemic could peak in India by the middle of May and gradully peter out after that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X