দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল দৈনিক সুস্থতার সংখ্যা, কমল দৈনিক মৃত্যুও
ফের আশা জাগিয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,২০৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩,২৯৮ জন। দেশে এখন করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৬,৬৭,৭৩৬ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৩,৪৭০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৩১ জন।

করোনা সংক্রমণে রাশ
কিছুটা হলেও কমল দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৩,২০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যা বেড়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩, ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা েবড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায়। তাতেই আশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক। শীতকালে যে সংক্রমণ হওয়ার আশঙ্কা ছিল সেদিকে ভারত এগোয়নি। উল্টে সংক্রমণে অনেকটাই রাশ টানা গিয়েছে বলে মনে করা হচ্ছে।

কমেছে মৃত্যুও
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কমছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩১ জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৩,৪৭০ জন। তুলনামূলক ভাবে দেশে মৃতের সংখ্যা কমছে। গত কয়েক দিন আগেই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছিল। কিন্তু জানুয়ারি মাস থেকে সেই সংখ্যা কমতে শুরু করেছে।

ভ্যাকসিন তৎপরতা
ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিন প্রদানের কাজ। প্রথম পর্যায়ে ৩০ কোটি ভারতীয়কে করোনা টিকা প্রদানের টার্গেট নেওয়া হয়েছে। তারমধ্যে ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে করোনা টিকা দেওয়া হবে। এখনও পর্যন্ত ১৬,১৫,৫০৪ জনের টিকা করণ হয়েছে গোটা দেশে। সর্বাধিত টিকাকরণ হয়েছে কর্নাটকে।

কোভ্যাক্সিনের টিকাকরণ
কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিনের টিকাকরণ শুরু হতে চলেছে বাংলায়। কিন্তু কোভ্যাক্সিনের টিকাকরণের জন্য আগে থেকে অনুমতি পত্র দিতে হবে টিকা গ্রহণকারীকে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তাহলে কি কোভ্যাক্সিনের নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত নয় কেন্দ্র। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।