For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫১ দিনে সর্বনিম্ন দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন কত জেনেনিন

১৫১ দিনে সর্বনিম্ন দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন কত জেনেনিন

Google Oneindia Bengali News

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে পতন। আক্রান্ত হয়েছেন ৩৪,৪৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৩৭৫ জন। অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে কমেছে অ্যাক্টিভ রোগীর সঙ্গে। ১৫১ দিনে সর্বনিম্ন করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা। সার্বিকভাবে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বিহারের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

 করোনা সংক্রমণে পতন

করোনা সংক্রমণে পতন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। আক্রান্ত হয়েছেন ৩৪,৫৪৭ জন। দেশে করোনার সেকেন্ড ওযেভের সংক্রমণ এখন অনেকটাই কম বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৭৫ জন। অনেকটাই কমেছে দৈনিক মৃতের সংখ্যা। করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ১৫১ দিনে এখন সর্বনিম্ন দেশের করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা। ৩,৬১,৩৪০ জন করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগী রয়েছে দেশে।

 নতুন করোনা টিকার অনুমোদন

নতুন করোনা টিকার অনুমোদন

করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করোনা টিকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। গতকালই জাইডাল ক্যাডিলা নামেকরোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছরের উর্ধ্বে শিশুদের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে। করোনার থার্ড ওয়েভে শিশুদে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছিলেন গবেষকরা। শিশুদের সুরক্ষিত রাখতেই মোদী সরকার তড়িঘড়ি এই জাইডাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বলে মনে করা হচ্ছে। জাইডাস ভ্যাকসিন প্রথম ডিএনএ কেন্দ্রীক ভ্যাকসিন বলে জানিয়েছেন গবেষকরা। তিনটি ডোজের ভ্যাকসিন এটি।

 করোনা বাড়ছে বিহার, অসমে

করোনা বাড়ছে বিহার, অসমে

করোনা সংক্রমণে বিহারে মৃত্যুর সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। রিপোর্ট বলছে বিহারে করোনা সংক্রমণে ২৫১ হাজার রোগী মারা গিয়েছে। যা যথেষ্ট উদ্বেগজনক। এই বিপুল সংখ্যক রোগীর মৃত্যু এর আগে কোনও রাজ্যে হয়নি বলে দাবি। গুজরাতে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। গুজরাতে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। সাড়ে ৭ লক্ষেরও বেশি মানুষকে গুজরাতে টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। ওদিকে অসমে করোনা সংক্রমণে খুব একটা এখনও রাশ টানা যায়নি। অসমে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। মারা গিয়েছেন ১৩ জন। লাখিমপুর, গোলাঘাট,নলবাড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি। শুধু গুয়াহাটিতেই ১৬৪ জন একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ছত্তিশগড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। মারা গিয়েছেন ১জন।

 থার্ড ওয়েভ মোকাবিলার প্রস্তুতি

থার্ড ওয়েভ মোকাবিলার প্রস্তুতি

গোটা বিশ্বে একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। আমেরিকা, নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ফের শুরু হয়েছে। নিউজিল্যান্ডে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেই থার্ড ওয়েভ শুরু হবে বলে বলে আগে থেকেই সতর্ক করেছেন গবেষকরা। আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভ্যাকসিনও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে পারবে না। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ জন রোগী করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মারা গিেয়ছেন।

English summary
Coronavirus infection update of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X