For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু! তবে দেশে সক্রিয়ের সংখ্যা ১৪ হাজারের নীচে

দেশে আর করোনা সক্রিয় কমে দাঁড়াল সাড়ে ১৩ হাজার। করোনা থেকে ধীরে ধীরে সুস্থ হতে চলেছে ভারত। ৩১ মার্চ দেশ থেকে উঠে গিয়েছে কোভিড বিধা। শুধু মাস্ক আর দূরত্ব রেখে চলার নিয়ম বলবৎ রয়েছে।

Google Oneindia Bengali News

দেশে আর করোনা সক্রিয় কমে দাঁড়াল সাড়ে ১৩ হাজার। করোনা থেকে ধীরে ধীরে সুস্থ হতে চলেছে ভারত। ৩১ মার্চ দেশ থেকে উঠে গিয়েছে কোভিড বিধা। শুধু মাস্ক আর দূরত্ব রেখে চলার নিয়ম বলবৎ রয়েছে। এই অবস্থায় সংক্রমণ ও সক্রিয়ের সংখ্যা কমলেও চিন্তা বাড়াল মৃতের সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা ৫০-এর নীচে নেমে গেলেও তা ফের বেড়েছে।

করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু! কমছে সক্রিয়

দেশের বুকে করোনায় মৃতের সংখ্যা বা মৃত্যু হার নিয়ে এখনও চিন্তিত বিশেষজ্ঞরা। করোনায় মৃতের সংখ্যা ওঠা-পড়া লেগেই রয়েছে দেশে। কখনও ৫০-র নীচে নেমে যাচ্ছে, আবার কখনও ১০০-র উপরে উঠে যাচ্ছে। সম্প্রতি করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ৫০-এ। এদিন ফের তা বেড়ে হয়েছে ৮৩। ফলে উদ্বেগ যাচ্ছে না কিছুতেই।

তবে করোনার দৈনিক সংক্রমণ গ্রাফে দেখা মিলেছে স্বস্তির ছবি। ভারতে করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজারের নীচে নেমে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। এদিন তা আরও কমে ১৩০০-র নীচে নেমে গিয়েছে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১২৬০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৩৫।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে ৫০-এর নীচে নেমে যায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা একটু বেড়ে ৮৩। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,২১,২৯৩-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৪০৪ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৪,৯২,৩২৬-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে বেশি। এদিন করোনা সক্রিয় কমেছে ৬৩৫ জন। এই মুহূর্তে করোনা সংক্রিয়ের সংখ্যা ১৩ হাজার ৬৭২ জন। রবিবারের পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফ যথেষ্ট কমলেও মৃত্যুহার নিয়ে উদ্বেগ জারি রয়েছে।

করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু! কমছে সক্রিয়

করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কেরলে সংক্রমণ এখনও অন্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। কেরলে সংক্রমিত হয়েছেন ৪২৯ জন। সেখানে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১৮৩ জন মাত্র। কর্নাটকে সংক্রমিত ৭৮ জন। আর বাংলায় সংক্রমিত হয়েছেন ৩৩ জন। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১১৩। উত্তরপ্রদেশে ৫৫ জন।

করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। দৈনিক সংক্রমণে সবার উপরে কেরল। তারপর রয়েছে কর্নাটক, তারপর মহারাষ্ট্র।

English summary
Coronavirus daily cases over thousand in India and active cases below 14 thousands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X