For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধিতে ওমিক্রন আতঙ্ক! ১ লক্ষের নিচে নামল সক্রিয়ের সংখ্যা

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওমিক্রন আতঙ্ক আরও ভয়াবহ রূপ নিল। তবে দেড় বছরের মধ্যে এই প্রথম ১ লক্ষের নিচে নামল সক্রিয়ের সংখ্যা।

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওমিক্রন আতঙ্ক আরও ভয়াবহ রূপ নিল। তবে দেড় বছরের মধ্যে এই প্রথম ১ লক্ষের নিচে নামল সক্রিয়ের সংখ্যা। ওমিক্রন আতঙ্ক গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে, দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত এই নয়া ভ্যারিয়েন্ট্ পর প্রায় সব দেশই সতর্ক। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের করোনা পরিসংখ্যানে আশার আলো দেখালেও, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্বেগ ধরা দিল দেশের বুকে।

করোনা সংক্রমণ বৃদ্ধিতে ওমিক্রন আতঙ্ক! ১ লক্ষের নিচে সক্রিয়

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কের মধ্যে ভারতে বাড়তে শুরু করেছিল করোনা। এরই মধ্যে মঙ্গলবার হঠাৎ করেই সাত হাজারের নিচে নেমে যায়। কিন্তু সেই স্বস্তির ছবি বেশিদিন স্থায়ী হল না। ২৪ ঘণ্টা পরেই উল্টো ছবি। এক লাফে করোনা সংক্রেণ বেড়ে ৯ হাজারে পৌঁছে গেল। ভারত করোনামুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর এখনও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। গত সপ্তাহের বুধবার থেকে তা ঊর্ধ্বমুখী হলেও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সাতদিনের মধ্যে ফের দৈনিক সংক্রমণে রাশ টানা সম্ভব হল। তবে এদিন ফের উল্লেখযোগ্যভাবে বাড়ল সংক্রমণ।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ৯ হাজার করোনা সংক্রমণ হয়েছে। বুধবার সকালের পরিসংখ্যানে দেশে দৈনিক করোনা সংক্রমণ ৮৯৫৪। ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৯৬ হাজার ৭৭৬। গতকালের তুলনায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দু-হাজার বাড়ল। গতকাল সংখ্যাটা ছিল ৬ হাজার ৯৯০।

দেশে মৃতের সংখ্যাও এদিন গতদিনের তুলনায় ফেরে বাড়ল অনেকটাই। মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৯০-এ। এদিন তা বেড়ে হল ২৬৭। এ মাসের প্রথম সপ্তাতে করোনায় মৃত্যু ৫০০-র উপরে উঠে গিয়েছিল। তারপর সেই মৃত্যুমিছিল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবারের পরিসংখ্যানে তা ২০০-র নিচে নেমে গেলেও বুধবার তা ফের বেড়ে আড়াইশোর উপরে উঠেছে। কিছুদিন আগেই দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৬৯,২৪৭ জনের।

ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্বে উদ্বেগ, তখন দেশের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে এদিনে এক সলাফে ২০০০ সংক্রমণ বেড়ে যাওয়ায় খানিকটা উদ্বেগ ধরা পড়েছে। সম্প্রতি দেশের মধ্যে কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি। কেরলের সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যায় উৎসবের মরশুমে। করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কেরালায়। এখন তা ফের কমতে শুরু করেছে। তবে দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা নিয়ন্ত্রণে।

নভেম্বরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় ছিল দেশে। করোনার দৈনিক সংক্রমণ নেমে যায় ছ-হাজারের ঘরে। দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষের নিচে নেমে গিয়েছে প্রায়। বর্তমানে সক্রিয় রোগী ৯৯ হাজার ২৩।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১০২০৭ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৫০৬। ৯৯ শতাংশের বেশি করোনা মুক্ত হয়েছে দেশে। ১ শতাংশেরও কম সক্রিয় এখন ভারতে। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা। করোনার ভ্যাকসিনেশন হয়েছে মোট ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ৮৫০।

English summary
Coronavirus daily cases increased again almost 9 thousands in India in omicron fear. The active cases are below 1 lac in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X