For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন হানার মাঝেও স্বস্তি, দৈনিক করোনা সংক্রমণ নামল ৬ হাজারের নিচে, কমল সক্রিয়

ওমিক্রন হানার মাঝেও স্বস্তি ফিরল দেশে। ভারতে দৈনিক করোনা সংক্রমণ নামল ৬ হাজারের নিচে। সেইসঙ্গে দেশকে আশ্বস্ত করে কমল সক্রিয়ের সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা চারগুণ বেড়েছিল ভারতে।

  • |
Google Oneindia Bengali News

ওমিক্রন হানার মাঝেও স্বস্তি ফিরল দেশে। ভারতে দৈনিক করোনা সংক্রমণ নামল ৬ হাজারের নিচে। সেইসঙ্গে দেশকে আশ্বস্ত করে কমল সক্রিয়ের সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা চারগুণ বেড়েছিল ভারতে। তা এখন অনেকটাই কমেছে। তবে গত দিনের তুলনায় বেড়ছে মৃতের সংখ্যা। ওমিক্রনেকর হদিশ মেলার পর করোনা সক্রিয়ের সংখ্যা বাড়ায় উদ্বেগ বেড়েছিল। সেই উদ্বেগ কেটে গিয়ে করোনায় সুস্থ হচ্ছে দেশ।

ওমিক্রনের মাঝেও স্বস্তি, দৈনিক করোনা সংক্রমণ ৬ হাজারের নিচে

সম্প্রতি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও। কর্নাটক থেকে গুজরাত, দিল্লি- বহু রাজ্যেই ওমিক্রনের হদিশ মিলেছে। সেই আতঙ্কের মধ্যে ভারতে বাড়তে শুরু করেছিল করোনা। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। ভারতে করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৬ হাজারের নিচে। গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে প্রায় ১০ হাজারে পৌঁছে গিয়েছিল। এদিন তা ফের নেমে এল সন্তোষজনক জায়গায়।

ভারত করোনামুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর এখনও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। এবার চ্যালেঞ্জ ওমিক্রনের। মাঝেমধ্যে তা ঊর্ধ্বমুখী হলেও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। দৈনিক সংক্রমণে রাশ নিয়ন্ত্রণেই রয়েছে। এদিন আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। কমেছে সক্রিয়ের সংখ্যাও। তবে খানিক বেড়েচে মৃত্যু। করোনা আক্রান্তেু তুলনায় করোনা মুক্তির সংখ্যা দেশে অনেকটাই বেশি।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ৫ হাজার করোনা সংক্রমণ হয়েছে। এদিনের পরিসংখ্যানে দেশে দৈনিক করোনা সংক্রমণ ৫৭৮৪। ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৩ হাজার ৬৪৪। দেশে মৃতের সংখ্যা এদিন এক ২৫২। গতদিন এই সংখ্যা ছিল ২০৭। তুলনায় এদিন খানিকটা বেড়েছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৭৫,৮৮৮ জনের।

ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্বে উদ্বেগ, প্রায় ৩০টি দেশে খোঁজ মিলেছে আক্রান্তের, তখন দেশের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি দেশের মধ্যে কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছিল। তা ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কেরালায়। এখন তা ফের কমতে শুরু করেছে। দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা নিয়ন্ত্রণে।

নভেম্বরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় ছিল দেশে। ডিসেম্বরের শুরুতে তা একটু বাড়ে। আবারও করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৫ হাজারের ঘরে। দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা কমে ৯০ হাজারের নিচে নেমে গিয়েছে। করোনা সক্রিয় বর্তমানে ৮৮ হাজার ৯৯৩।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৯৯৫ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৭৬৩। ৯৯ শতাংশের বেশি করোনা মুক্ত হয়েছে দেশে। ১ শতাংশেরও কম সক্রিয় এখন ভারতে। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা।

English summary
Coronavirus daily cases decreased in India comfort in omicron fear. The active cases also decreased in India though it is below 90 thousands now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X