For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দৈনিক সংক্রমণ ১০ হাজারের উপরে, ১৮ মাসে সক্রিয়ের সংখ্যা সর্বনিম্ন দেশে

করোনার দৈনিক সংক্রমণ গোটা দেশে ১০ হাজারের উপরেই সীমাবদ্ধ রয়েছে। করোনামুক্তের সংখ্যাও প্রায় ১২ হাজার। ফলে সক্রিয়ের সংখ্যা শনিবার কমল অনেকটাই। ৫৩১ দিনে সর্বনিম্ন সক্রিয় ভারতে।

  • |
Google Oneindia Bengali News

করোনার দৈনিক সংক্রমণ গোটা দেশে ১০ হাজারের উপরেই সীমাবদ্ধ রয়েছে। করোনামুক্তের সংখ্যাও প্রায় ১২ হাজার। ফলে সক্রিয়ের সংখ্যা শনিবার কমল অনেকটাই। ৫৩১ দিনে সর্বনিম্ন সক্রিয় ভারতে। করোনা মহামারী হানা দেওয়ার ২০ মাস পরেও সংক্রমণ জারি থাকলেও বাড়বাড়ন্ত একটু হলেও রোখা সম্ভব হয়েছে। তবে দেশের মধ্যে কেরলের সংক্রমণ এখন আবার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

করোনার দৈনিক সংক্রমণ ১০ হাজার, ১৮ মাসে সক্রিয় সর্বনিম্ন

শনিবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৩০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় এই সংখ্যা বেশ খানিকটা কম। করোনার দৈনিক আক্রান্তের গ্রাফ প্রায় ১১ হাজারে পৌঁছে গিয়েছিল। এদিন বেশ খানিকটা কমেছে সংক্রমণ। মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার ৯২৫।

দেশে মৃতের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এদিন। গত সপ্তাহে করোনায় মৃত্যু ৫০০-র উপরে উঠে গিয়েছিল। এ সপ্তাহ শেষে সেই মৃত্যুমিছিল অবশ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিন মৃত্যু হয়েছে ২৬৭ জনের। তবে দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। এখনও সেই জায়গায় করোনা পরিসংখ্যান নেমে আসেনি। এদিনের পরিসংখ্যানে একটু হলেও স্বস্তি ফিরেছে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৬৫,৩৪৯ জন।

করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছিল। কিন্তু কেরলের গ্রাফ আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি। কেরলের সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। উৎসবের মরশুম শেষে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়। তবে দেশে সামগ্রিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ।

গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে। করোনা সংক্রমণ ১০-১১ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দেশে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৫ হাজারের নিচে নেমে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ২৪ হাজার ৮৬৮। ৫৩১ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১,৭৮৭ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৯ হাজার ৭০৮। ৯৯ শতাংশ করোনা মুক্ত হয়েছে। মাত্র ১ শতাংশ সক্রিয় রয়েছে দেশে। এদিন কেরালায় সংক্রমণ হয়েছে ৫৭৬৪। অর্থাৎ অর্ধেকের বেশি সংক্রমণ শুধু কেরালায়। মৃত্যু হয়েছে ৪৯ জনের। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা।

English summary
Coronavirus daily cases again over 10 thousands but active is lowest of 18 month. The positivity rate is decreased below 1 percent in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X