For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস এখনও আতঙ্ক দেশে, মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ল গত ২৪ ঘণ্টায়

প্রায় দু-বছর হতে চলল করোনা মহামারী হানা দিয়েছে দেশে। এখনও করোনা ভাইরাস দেশে আতঙ্ক ছড়াচ্ছে। টিকাকরণে জোর দিয়েও করোনাকে বাগে আনা যাচ্ছে না।

  • |
Google Oneindia Bengali News

প্রায় দু-বছর হতে চলল করোনা মহামারী হানা দিয়েছে দেশে। এখনও করোনা ভাইরাস দেশে আতঙ্ক ছড়াচ্ছে। টিকাকরণে জোর দিয়েও করোনাকে বাগে আনা যাচ্ছে না। বুধবার করোনা পরিসংখ্যানে আক্রান্ত খানিকটা বেড়েছে কিন্তু সক্রিয়ের সংখ্যা অনেকটা কমেছে। তবে উদ্বেগ বাড়িয়েছে মৃতের সংখ্যা। এক লাফে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে অনেকটাই। শুধু স্বস্তি এই যা ২৬৪ দিনে সক্রিয়ের সংখ্যা সর্বনিম্ন হয়েছে। করোনা মুক্ত হয়েছে আক্রান্তের থেকে বেশি।

করোনা ভাইরাস এখনও আতঙ্ক দেশে, মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ল

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৪৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় এই সংখ্যা বেশ খানিকটা বেশি। করোনার দৈনিক আক্রান্তের গ্রাফ নেমে এসেছিল ১০ হাজারের ঘরে। এদিন করোনার গ্রাফ ফের একটু ঊর্ধ্বে উঠল। এদিন প্রায় ১ হাজার সংক্রমণ বেশি হয়েছে। মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৮৬ হাজার ৭৮৬।

মৃতের সংখ্যাও এদিন উদ্বেগ বাড়িয়েছে। বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। অস্বস্তি বাড়িয়েছে মৃত্যুমিছিল। দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। কিন্তু আবার তা বাড়তে শুরু করায় উদ্বেগ রয়েই গিয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন মোট ৪,৫৯,২০৩ জন।

করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছিল। কিন্তু কেরলের গ্রাফ আতঙ্ক ছড়াচ্ছে। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৪০৯ জন। উৎসবের মরশুম চলছে গোটা দেশে। বাংলায় দুর্গাপুজো, অন্যত্র নবরাত্রি, দশেরা শেষ হয়েছে। এখন আবার বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে কালীপুজো, দীপাবলি বা দেওয়ালির অনুষ্ঠান হয়েছে। কেরলও উৎসবে মেতেছিল আগে। তবে তার পরবর্তী সময়ে করোনা বাড়েনি। এখন হঠাৎ কেন এক লাফে করোনা বাড়ল তা নিয়ে উদ্বেগে বিশেষজ্ঞরা।

গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে। দেশে করোনা সংক্রমণ ১০-১২ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দেশে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৪০ হাজারের নিচে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩। ২৬৪ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১,৯৬১ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৭০ হাজার ৫৩। করোনায় এদিন ভ্যাকসিনেশন হয়েছে ৫২ লক্ষ ৬৯ হাজার ১৩৭। মোট করোনা ভ্যাকসিনেশন ১০৯ কোটি ৬৩ লক্ষ ৫৯ হাজার ২০৮।

English summary
Coronavirus daily case in control but death toll is threaten in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X