For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আক্রমণ ভারতে: কোন বাণিজ্যগোষ্ঠী কতটা অতলে! একনজরে পরিসংখ্যান

করোনার আক্রমণ ভারতে: কোন বাণিজ্যগোষ্ঠী কতটা অতলে! একনজরে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

ক্রমাগত এদেশে করোনার প্রকোপ বাড়ছে। যার প্রভাব ভারতীয় অর্থনীতিতেও পড়েছে। ভারতের শেয়ার বাজার যেভাবে রক্তস্নান দেখেছে তারপর মার্চের শেষে দেশের বিভিন্ন বাণিজ্যগোষ্ঠী একের পর এক পতন দেখে চলেছে। ভারেতর যেসমস্ত বাণিজ্যগোষ্ঠী এই করোনার জেরে স্টক মার্কেটে সমস্যায় পড়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দুজা গোষ্ঠী সহ অনেকেই ।

মার্কেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন কোন গোষ্ঠী?

মার্কেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন কোন গোষ্ঠী?

মার্কেট ভ্যালুয়েশন অনুযায়ী হিন্দুজা গোষ্ঠী ৬৭.২৭ শতাংশ পতন দেখেছে মার্চে। দেশের তাবড় বিভিন্ন সংস্থাও একইরকমের ক্ষতির মুখে। বাজাজ গোষ্ঠীর ৪২.৫৯ শতাংশের পতন হয়েছে। মহিন্দ্রা গোষ্ঠীর ৩৬.৭৬ শতাংশের পতন হয়েছে। ৩৩ শতাংশের পতন দেখতে হয়েছে এল অ্যান্ড টি গোষ্ঠীকে।

টাটা গোষ্ঠীর কী পরিস্থিতি?

টাটা গোষ্ঠীর কী পরিস্থিতি?

টাটা কেমিক্যালের পতন হয়েছে ৭০.৩৫ শতাংশ। ।যেখানে দেশের ১০টি সেরা 'ভ্যালু'র সংস্থা হিসাবে টাটা কনসালটেন্সি রয়েছে, সেখানে টাটা কনসালটেন্সি খুইয়েছে ১২.৪৩ শতাংশ। টাটা গোষ্ঠী খুইয়েছে ১৮.৭০ শতাংশ 'ভ্যালু'।

আম্বানিদের পরিস্থিতি কেমন?

আম্বানিদের পরিস্থিতি কেমন?

মুকেশ আম্বানির রিলায়েন্স গ্ুপের পতন হয়েছে ১৮.৮৪ শতাংশ। বেদান্ত গ্রুপের ২৮.৬৭ শতাংশ পতন দেখা গিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কিং গোষ্ঠী খুইয়েছে তাদের মার্কেট ভ্যালুর ২৬.২১ শতাংশ।

করোনা ভয়ে তটস্থ রাজস্থান, ৫ হাসাপাতাল ঘোরা করোনা রোগীর থেকে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাকরোনা ভয়ে তটস্থ রাজস্থান, ৫ হাসাপাতাল ঘোরা করোনা রোগীর থেকে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

English summary
Coronavirus crisis in India, which indian companies are worstly effected in Market .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X