For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৮ দিনের সবেতন ছুটি দিতে হবে করোনা আক্রান্ত কর্মীদের! সংস্থার মালিকদের জানালো নয়ডা প্রশাসন

  • |
Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত রোগীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পরও ঘরে ফিরে বেশ কিছু নিয়ম ও প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়। তার জন্য ন্যূনতম প্রয়োজন ২৮ দিন। আর কোনও সংস্থার কর্মীর যদি এই রোগ হয়ে থাকে , তাহলে তাঁকে দিতে হবে ২৮ দিনের সবেতন ছুটি। এমনই বার্তা দিয়েছে নয়ডা প্রশাসন।

২৮ দিনের সবেতন ছুটি দিতে হবে করোনা আক্রান্ত কর্মীদের! সংস্থার মালিকদের জানালো নয়ডা প্রশাসন

২১ দিনের দেশজোড়া লকডাউনের মধ্যে নয়ডা সহ একাধিক জায়গা থেকে ঘরে ফিরছেন দিন মজুর,শ্রমিকরা। এক জায়গায় জমায়েতও হয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে যাতে করোনার সংক্রমণ না ছড়ায় তার জন্য যেমন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে , তেমনই যদি নয়ডার সংস্থাগুলির কর্মীদের কারোর করোনার সংক্রমণ হয়ে থাকে, তাহলে তাঁকে ২৮ দিনের সবেতন ছুটি দিতে হবে বলে জানিয়েছে নয়ডা প্রশসান।

সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদেরই শুধু এমনটা করা হবে না, সংস্থার সঙ্গে যুক্ত কোনও দিনমজুর থাকলেও তাঁদের ক্ষেত্রে এন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, করোনা হানার জেরে দেশে প্রবল আর্থিক দুর্যোগের আশঙ্কা। আর সেই আশঙ্কার জেরেই যাকে সংস্থার আর্থিক সংকটের বোঝা কর্মীদের ওপর না পড়ে, তার জন্য এমন বার্তা দিয়েছে নয়ডা প্রশাসন।

English summary
Coronavirus crisis in india, Noida admin asks employers to give 28-day paid leave to patients
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X