For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের বহু এলাকায় প্রতি ১০০-র মধ্যে ৫ জনকে 'খুন' করছে করোনা! পশ্চিমবঙ্গ নিয়ে কোন উদ্বেগ শুরু

  • |
Google Oneindia Bengali News

মৃতের হার তুলনামূলকভাবে বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক কম ভারতে। আপাতত দেশের মৃতের হার ২.৯০ শতাংশ। যা খানিরকটা স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে ১৩০ কোটির দেশ ভারতকে। তবে, এরইমধ্য়ে বেশ কয়েকটি তথ্য রীতিমতো আতঙ্কে রেখেছে দেশের প্রশাসনকে।

পরিসংখ্যান কী বলছে ?

পরিসংখ্যান কী বলছে ?

জেলার বিচারে কিছু পরিসংখ্যান রীতিমতো চিন্তায় রেখেছে ভারতকে। দেখা গিয়েছে ৬৯ টি জেলায় দেশে প্রতি ১০০ জনের মধ্যে ৫ জনকে 'খুন' করছে করোনা। এমনই তথ্য দিয়েছে আইসিএমআর।

কেন্দ্রের রিপোর্ট কী বলছে?

কেন্দ্রের রিপোর্ট কী বলছে?

রাজস্থান ,মিজোরাম, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে লকডাউন উঠে যেতেই সমস্যা বাড়ছে । আর সেই সমস্যা ক্রমেই বড় আকার ধারণ করেছে। যদিও মে মাসের থেকে জুনের দিকে মৃতের হার ক্রমেই কমছে, তবুও বেশ কয়েকটি রাজ্যের কয়েকটি জেলা দুশ্চিন্তায় রেখেছে ভারতকে।

 সবচেয়ে বেশি মৃতের হার কোন কোন রাজ্যে?

সবচেয়ে বেশি মৃতের হার কোন কোন রাজ্যে?

কেন্দ্রীয় সচিব পর্যায়ের বৈঠকে রাজীব গৌবা বলেন, মহারাষ্ট্র , দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যে আক্রান্তের হার অনেকটাই বেশি। এরমধ্যে পশ্চিমবঙ্গেও রয়েছে । এই সমস্ত রাজ্য মিলিয়ে দেশে সবচেয়ে বেশি ৮২ শতাংশ মৃতের হার উঠে আসছে।

 ৬৯ টি জেলা নজরে

৬৯ টি জেলা নজরে

এদিন কেন্দ্রীয় সচিব রাজীব গৌবা বলেন, দেশের ৬৯ টি জেলা নিয়ে তাঁরা খুবই চিন্তায় রয়েছেন। বিভিন্ন রাজ্যের এই জেলাগুলিতে ১০০ জনের মধ্যে প্রতি ৫ জনকে খুন করছে করোনা। এই রাজ্যগুলি হল, মধ্যপ্রদেশ ( ৩ টি জেলা), উত্তর প্রদেশ ( ১১ টি জেলা), গুজরাত ( ৯টি), রাজস্থান ( ৫ টি জেলা), তেলাঙ্গানা ( ৩ টি জেলা), রাজস্থান ( ৫ টি জেলা)। এছাড়াও দিল্লির উত্তর পূর্বের একাধিক এলাকা রয়েছে তালিকায়।

ভারতের পরিস্থিতি

ভারতের পরিস্থিতি

২৯৮,২৮৩ জন আক্রান্ত নিয়ে ভারত এই মুহূর্তে প্রবল করোনা দংশনে বিদ্ধ। মৃতের সংখ্যা ৮,৫০১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪৬,৯৭২ জন। ভারতের আগে এই মুহূর্তে রয়েছে রাশিয়া। যেখানে আক্রান্তের সংখ্যা ৫০২, ৪৩৬ জন।

সারদা সহ ১০২টি চিট ফান্ড দুর্নীতির বিরুদ্ধে কেস নথিভুক্ত করার সিদ্ধান্ত সিবিআইয়েরসারদা সহ ১০২টি চিট ফান্ড দুর্নীতির বিরুদ্ধে কেস নথিভুক্ত করার সিদ্ধান্ত সিবিআইয়ের

English summary
Coronavirus concern, Covid kills 5 out of every 100 indian patients in 69 Districts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X