করোনার বিষ দংশনে বিশ্বে পঞ্চম ক্ষতিগ্রস্ত দেশ ভারত! একদিনে আক্রান্তের সংখ্যা মারাত্মক
২৪ ঘণ্টার মধ্যে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে দেশ।করোনায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ গুলির তালিকায় ভারত এই মুহূর্তে পঞ্চম স্থানে । শনিবারই যেখানে ভারত ছিল ষষ্ঠ স্থানে, এক রাত পার হতেই সেখানে পঞ্চম স্থানে এগিয়ে যেতে শুরু করছে। জন হপকিনস বিশ্ব বিদ্যালয়ের পরিসংখ্যান এটি দাবি করেছে। সেখানে দাবি করা হয়েছে স্পেনকে ছাপিয়ে গিয়েছে ভারত। এই পরিসংখ্যানের তারতম্য গত ২৪ ঘণ্টার হিসাবেই হয়েছে। এমন অবস্থায় ভারতের শেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি ভয়াবহ।

সবচেয়ে খারাপ পরিস্থিতি
গত কয়েক মাসের মধ্যে আপাতত জুন মাসে ভারতের অবস্থা সবচেয়ে খারাপ। করোনার জেরে দেশে ২ লাখ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ভারতের যা পরিস্থিতি তাতে স্পেন আর ইতালিকে ছাড়িয়ে যাওয়ার দিকে এগোচ্ছে ১৩০ কোটির দেশ।

একদিনে ১০ হাজার ছাড়াল আক্রান্ত
ভারতে শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে , একদিনে দেশ ১০ হাজার আক্রান্ত পেয়েছে। শনিবার সকালে জানা গিয়েছিল আক্রান্তের সংখ্যা ৯,৮৮৭ জন। ২৯৪ জন মৃত শেষ ২৪ ঘণ্টায়।

ভারতের সামনে কোন কোন দেশ
এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ব্রাজিল। রাশিয়া, স্পেন ও ইউকে। যুক্তরাজ্যের পরই রয়েছে ভারত। ভারত আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে। পার করেছে ইতালিকে।

মহারাষ্ট্র একাই চিনকে ছাপিয়ে যেতে পারে!
মহারাষ্ট্রেই শুধু আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। করোনার জেরে সেরাজ্যে মৃতের সংখ্যা ২৮৪৯। এমন পরিস্থিতিতে করোনার আঁতুর ঘর চিনকে একাই ছাপিয়ে যেতে পারে মহারাষ্ট্র।

ভারত করোনার হাত থেকে নিষ্পত্তি পাচ্ছে কবে! গাণিতিক হিসাবে উঠে এলো 'সময়'