For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা গ্রাস: তবলিঘির ঘটনার জেরে হরিয়ানার ৫ টি গ্রাম সিল! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ কেন্দ্রের

করোনা গ্রাস: তবলিঘির ঘটনার জেরে হরিয়ানার ৫ টি গ্রাম সিল! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল যে ভারতে করোনা আক্রমণের ন্যাশনাল ট্রেন্ড চড়তে শুরু করেছে তবলিঘি জামাতের ঘটনার জেরে। দিল্লির লকডাউনের মধ্যে চলা ওই ধর্মীয় সভার জেরে গোটা দেশে ২২ হাজার জন আক্রান্ত হতে পারেন। এমন পরিস্থিতিতে ফের একবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে তবলিঘি নিয়ে বার্তা দিয়েছে ।

তবলিঘি জানাত নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের বার্তা

তবলিঘি জানাত নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের বার্তা

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। করোনার দংশনে দেশে ৫ দিনে ১২০ শতাংশের মতো বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, এই করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে এবার স্বাস্থ্যমন্ত্রক দিয়েছে বড়সড় বার্তা। ভারতে করোনা সংক্রমণে আক্রান্ত ৪০৬৭ জনের মধ্যে ১,৪৪৫ জনই তবলিঘি জামাতের সদস্য। একথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

২৫ হাজার জনের বেশি তবলিঘি সদস্য কোয়ারেন্টাইনে

২৫ হাজার জনের বেশি তবলিঘি সদস্য কোয়ারেন্টাইনে

কেন্দ্রের তরফে জানানো হয়েছে,২৫,৫০০ জন তবলিঘি সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। কেন্দ্র জানিয়েছে যে, যাঁরা ২৫,০০০ জন জামাত সদস্যদের সঙ্গে ছিলেন এতদিন, তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এর জেরে হরিয়ানার ৫ টি গ্রামকে সিল করা হয়েছে।

কালো তালিকায় কতজন?

কালো তালিকায় কতজন?

কেন্দ্র সাফ বার্তায় জানিয়ে দিয়েছে যে তবলিঘি জামাতের ১৭৫০ জন সদস্যকে কালো তালিকা ভূক্ত করা হয়েছে। এঁরা ২০৮৩ জন বিদেশী নাগরিকদের মধ্যে অন্যতম। এঁদের বিরুদ্ধে লকডাউন ভেঙে আইন বিরুদ্ধ কাজ করার অভিযোগ রয়েছে।

৮ তবলিঘির পালানোর চেষ্টা!

৮ তবলিঘির পালানোর চেষ্টা!

এর আগে রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর দিয়ে ৮ জন বিদেশি তবলিঘি সদস্য পালানোর চেষ্টা করছিল বলে খবর। এরা মালয়েশিয়ার নাগরিক বলে খবর ছিল। মালয়েশিয়া থেকে আসা বিশেষ ত্রাণের বিমানে চড়ে এরা দেশে চলে যেতে চাইছিলেন। তবে প্রশাসন এদের আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয়।

English summary
Coronavirus cases In India rose related to Tablighi Jamaat is 1,445 out of total 4,067 , says Health Ministry .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X