For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক , অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি করোনার জেরে আরও উদ্বেগজনক! পরিসংখ্যান কী বলছে

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে ভারতের পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠছে। নিত্যদিন ক্রমেই করোনার ফলে আক্রান্ত ও সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে দেশে মোট ১৪ লাখেরও বেশি আক্রান্ত নিয়ে বেশ কয়েকটি রাজ্যে নতুন করে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে চলে যাচ্ছে।

 কর্ণাটক

কর্ণাটক

বিগত কয়েকদিনে কর্ণাটকের পরিস্থিতি হু হু করে খারাপ হতে থাকে। বাঙালি অধ্যুষিত প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে নিমেষে বেড়ে যায় আক্রান্তের সংখ্যা। গোটা কর্ণাটকে এদিন ১,০১৪৬৫ জন মোট আক্রান্ত হয়েছেন বলে খবর। সুস্থ হয়েছেন মোট ৩৭, ৬৮৫ জন। মৃত্যু হয়েছে মোট ১৯৫৩ জনের।

 অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

এদিন অন্ধ্রপ্রদেশেরও মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ পার করে গিয়েছে। পরিসংখ্যান বলছে, অন্ধ্রতে মোট ১০২৩৪৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০৯০ জনের। সুস্থ হয়েছেন ৪৯, ৫৫৮ জন।

 মহারাষ্ট্রের পরিস্থিতি চরম খারাপ

মহারাষ্ট্রের পরিস্থিতি চরম খারাপ

মহারাষ্ট্র এখনও দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে। মোট ৩,৮৩,৭২৩ জন সেখানে করোনা আক্রান্ত। মৃত ১৩, ৮৮৩ জন। সুস্থ হয়েছেন ২,২১৯৪৪ জন। এরপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ২,২০৭১৬ জন। মৃত্যু হয়েছে ৩৫৭১ জনের। সুস্থ হয়েছেন ১৬২২৪৯ জনের।

 দিল্লি থেকে সুখবর

দিল্লি থেকে সুখবর

বহু বাঙালির বসবাস দিল্লিতে। আর দেশের মধ্যে সবচেয়ে আক্রান্ত এলাকা হিসাবে এই মুহূর্তে দিল্লির নাম উঠে আসছে। সেখানে ১৩১২১৯ জন মোট আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩৮৫৩ জনের। তবে একমাসে দিল্লি ৪৪ শতাংশ কমিয়ে ফেলেছে মৃতের হার। আক্রান্তের সংখ্যাও সেখানে স্বস্তিতে রেখেছে সরকারকে। যেভাবে গতি এগোচ্ছিল সেখানের সংক্রমিতের ,তাতে মনে করা হয়েছিল দিল্লিতে জুলাইয়ের শেষে ৫.৫ লাখ মানুষ আক্রান্ত হবেন। সেই দিক দিয়ে দিল্লিতে দেড় লাখও আক্রান্ত পার হয়নি।

English summary
Coronavirus cases in India, Andhra Pradesh, Karnataka both crosses 1 lac
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X