For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কঠোর পরিশ্রমের কারণেই বিজেপি কর্মীদের ছুঁতে পারেনা করোনা, চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়া মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটকের মতো রাজ্যগুলি। এদিকে এরই মাঝেই ফের করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল গুজরাতের এক বিজেপি বিধায়ককে। রাজকোট (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক গোবিন্দ পটেল কঠোর পরিশ্রম করার কারণেই বিজেপি কর্মীদের কখনওই ছুঁতে পারবে না করোনা ভাইরাস। তাই সংক্রমণের ভয় তাদের নেই। আর ঠিক সেই কারণেই নাকি এখনও একজনও বিজেপি কর্মী করোনা আক্রান্ত হননি।

বিজেপি কর্মীদের করোনা সংক্রমণ নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের


প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন নির্বাচনের মুখে করোনা বিধিকে তোয়াক্কা না করেই একাধিক রাজ্যে একটানা মিটিং মিছিল করে চলেছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। আর তার জেরেই অনেকাংশে বাড়ছে করোনা, এমনটাই মত বিশেষজ্ঞদের। যদিও সেসবের কার্যত তোয়াক্কা করতে দেখা গেল বিজেপি বিধায়ক গোবিন্দ প্যাটেলকে। প্রসঙ্গত উল্লেখ্য, গুজরাতে পুরসভার সহ স্বশাসিত প্রতিষ্ঠানগুলির নির্বাচনে প্রচার করার ফাঁকেই গত মাসেই করোনা আক্রান্ত হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী৷

এদিকে স্থানীয় নির্বাচন বা আহমেদাবাদে ভারত ইংল্যান্ডের মধ্যে টেস্ট ও টি টোয়েন্টি ম্যাচগুলিকে গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য অনেকে দায়ী করেছেন। যদিও গুজারাতের বিজেপি নেতারা সেসব মানতে নারাজ। করোনা বিধি মানতে সাধারণ মানুষের ঢিলেমির কারণেই সংক্রমণ বৃদ্ধি বলে দাবি করেছেন গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতীন পটেল। এদিকে কিছুদিন আগেই করোনার কবলে পড়তে দেখা যায় গুজরাতের বিজেপি সভাপতি সি আর পাটিল সহ একাধিক বিধায়ককে৷

English summary
Gujarat BJP MLA has made a controversial claim about corona infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X