For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গোবর আর গোমূত্র দিয়ে ক্যানসারের মতোই করোনা সারানো যায় ', দাবি বিজেপি নেত্রীর

  • |
Google Oneindia Bengali News

ফের একবার বিতর্কে বিজেপির আর এক নেত্রী। এবার প্রসঙ্গ করোনা ভাইরাস। এর আগে বিজেপির সাধ্বী প্রজ্ঞা গোমূত্র প্রসঙ্গে একটি বক্তব্য রেখে বিতর্কে আসেন। এবার অসমের সুমন হরিপ্রিয়া গোমূত্র নিয়ে মন্তব্য করে খবরে।

 সরকার গোবর গবেষণা করছে..

সরকার গোবর গবেষণা করছে..

'সরকার গোবর নিয়ে গবেষণা করছে। যখন গোবর পোড়ানো হয়, তখন যে ধোঁয়া বের হয়, তাতে ভাইরাস নিধন হয়। আমি বিশ্বাস করি যে করোন ভাইরাসের সঙ্গে লড়াইয়ে এই গোবরের ধোঁয়া কার্যকরী হবে। ' এমন বক্তব্য অসমের হাজো এলাকার বিজেপি বিধায়ক সুমনের।

 সুমন হরিপ্রিয়ার বক্তব্য ক্যানসার নিয়ে

সুমন হরিপ্রিয়ার বক্তব্য ক্যানসার নিয়ে

উল্লেখ্য, সুমন হরিপ্রিয়া অসমের নামী বিজেপি নেত্রী বিজয়া চক্রবর্তীর মেয়ে। রাজনীতিতে আসার আগে তিনি চলচ্চিত্র নির্মাণের কাজেও হাত পাকিয়েছেন। এহেন সুমনের দাবি, ক্যানসার সারাতে গোচনার ও গোবরের ব্যবহার সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তিনি বলেন, 'গরু যা দেয় , তার সব ক'টি জিনিসই গুরুত্বপূর্ণ। আর তাই গরুকে পুজো করা হয়।'

গোবর নিয়ে বক্তব্য হরিপ্রিয়ার

গোবর নিয়ে বক্তব্য হরিপ্রিয়ার

হরিপ্রিয়ার দাবি,এই গোবর আর গোচনা ব্যবহারের নেপথ্যে কিছু বৈজ্ঞানিক উপায় রয়েছে। গুজরাতে এমন কিছু হাসপাতাল রয়েছে যেখানে রোগীদের আয়ুর্বেদিক ভাবে চিকিৎসা করা হয়। যেখানে গরুদের সঙ্গে রোগীদের রাখা হয়। সেখানে গোচনা নিয়ে পঞ্চামৃত তৈরি হয়।

English summary
Coronavirus can be cured with cow dung and cow urine says BJP MLA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X