For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু মানুষের রয়েছে! চাঞ্চল্যকর দাবি নয়া গবেষণার

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু মানুষের রয়েছে! চাঞ্চল্যকর দাবি নয়া গবেষণার

  • |
Google Oneindia Bengali News

করোনার জন্য কেমন রোধ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন? এটিই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। কিভাবে করোনার থেকে মুক্তি মিলবে, তার চেষ্টায় গোটা দুনিয়া। গবেষক থেকে চিকিৎসকদের এই মুহূর্তে একটি মাত্রই দাবি,আর তা হল করোনা থেকে মুক্তির উপায়ে ভ্যাকসিনের আবিষ্কার।

করোনার রোগ প্রতিরোধ ক্ষমতা ও গবেষণা

করোনার রোগ প্রতিরোধ ক্ষমতা ও গবেষণা

করোনার রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে, এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা সবচেয়ে বেশি। এঁদের মধ্যে বিশেষ ধরনের কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকায়, এঁরা করোনা ভাইরাসের মুখে পড়েও , নিজের শরীরে আঁচ লাগাতে দেননি।

টি সেল তত্ত্ব

টি সেল তত্ত্ব

গবেষণা বলছে, একটি বিশেষ ধরনের টি সেল যাঁদের মধ্যে রয়েছে, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই টি সেলগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার অবিচ্ছেদ্য অংশ। এটা যাঁদের মধ্যে থাকে, তাঁরা আক্রান্ত বা সংক্রমিত কোষ মেরে ফেলতে পারে।

 সার্স ও রোগ প্রতিরোধ ক্ষমতা

সার্স ও রোগ প্রতিরোধ ক্ষমতা

গবেষকরা দেখেছে, এমন কিছু ব্যক্তি রয়েছেন , যাঁদের কখনও সার্স হয়নি কিন্তু তাঁদের শরীরে সার্স রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। কারণ বিশেষ ধরনের টি সেল তাঁদের শরীরকে সার্স প্রতিরোধ উপযুক্ত করে তুলেছে।

করোনা ও মশা বহনের তত্ত্ব

করোনা ও মশা বহনের তত্ত্ব

করোনা ভাইরাস আদৌ মশা দ্বারা বাহিত হয় কি না , তা নিয়েও রয়েছে একাধিক গবেষণা। গবেষকরা বলছেন, মশাকে যদি কোনও ভাইরাস দ্বারা আক্রান্ত হতে হয়, তাহলে রক্তে প্রচুর পরিমাণ সেই ভাইরাস থাকতে হবে। যে ধাঁচ এখনও পর্যন্ত করোনার ক্ষেত্রে পাওয়া যায়নি। সার্স ও মার্সের ক্ষেত্রে করোনা ভাইরাসের পরিমাণ রক্তে তেমন বেশি থাকে না। তবে, এই তত্ত্ব নিয়ে গবেষণা এখনও চলছে।

করোনা ভাইরাস কি মশার দ্বারা ছড়াতে পারে! গবেষক থেকে হু বিশেষজ্ঞরা কোন বার্তা দিচ্ছেন করোনা ভাইরাস কি মশার দ্বারা ছড়াতে পারে! গবেষক থেকে হু বিশেষজ্ঞরা কোন বার্তা দিচ্ছেন

English summary
Coronavirus can be combatable for few who have T cell immunity says study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X