For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল ১৯ লক্ষ, ভারতে আক্রান্তের পরিসংখ্যান আকাশ ছুঁই ছুঁই

করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে ভারত। মোট আক্রান্তের সংখ্যা বুধবার ছাড়িয়ে গেল ১৯ লক্ষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ফের ৫০ হাজারের উপর।

Google Oneindia Bengali News

করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে ভারত। মোট আক্রান্তের সংখ্যা বুধবার ছাড়িয়ে গেল ১৯ লক্ষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ফের ৫০ হাজারের উপর। বিগত দিনের থেকে সংক্রমণ একটু কমলেও প্রত্যেকদিনই ৫০ হাজারের আঁকড়া পেরিয়ে যাচ্ছে। স্বস্তি এই যা, করোনা মুক্তির সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে।

একনজরে করোনা পরিসংখ্যান

একনজরে করোনা পরিসংখ্যান

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, বুধবার করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৫২ হাজার ৫০৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮ হাজার ২৫। এদিন মৃত্যু হয়েছে ৮৫৭ জনের। মোট মৃত ৩৯ হাজার ৭৯৯। এদিন করোনা মুক্ত হয়েছে ৫০ হাজারের উপর। মোট করোনা মুক্ত ১২ লক্ষ ৮২ হাজার ২১৬। এখনও করোনা সক্রিয় ৫ লক্ষ ৮৫ হাজার ৬১৮।

করোনা আক্রান্তে উদ্বেগজনক রাজ্য

করোনা আক্রান্তে উদ্বেগজনক রাজ্য

করোনা আক্রান্তে সবথেকে উদ্বেগজনক মহারাষ্ট্রে। মহারাষ্ট্র ৪ লক্ষ ৫৭ হাজার ৯৫৬। তামিলনাড়ুতে সংক্রমণ ২ লক্ষ ৬৮ হাজার ২৮৫। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ ১ লক্ষ ৭৬ হাজার ৩৩৩। কর্ণাটকে ১ লক্ষ ৪৫ হাজার ৮৩০। দিল্লিতে করোনা সংক্রমণ ১ লক্ষ ৩৯ হাজার ১৫৬। উত্তরপ্রদেশেও সংক্রমণ এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ।

সপ্তম স্থানে বাংলা

সপ্তম স্থানে বাংলা

সপ্তম স্থানে উঠে এসেছে বাংলা। স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭৫২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৮৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮৫। এদিন মৃত্যু হয়েছে ৫৪ জনের। মোট আক্রান্ত ৮০ হাজার ৯৮৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২২ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২০৬৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫৬ হাজার ৮৮৪ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭০.২৪ শতাংশ।

একটানা সাতদিন ৫০,০০০

একটানা সাতদিন ৫০,০০০

গত ২৪ ঘন্টা ভারতে একটানা সাতদিন ৫০,০০০-এরও বেশি করোনা সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, প্রথম লকডাউন আরোপের পরে দেশটির বর্তমান ক্ষেত্রে মৃত্যুর হার ২.১০% হ্রাস পেয়েছে এবং যা বিশ্ব গড়ের তুলনায় অনেক কম।

English summary
Coronavirus affected crossed 19 lacs in India on August 05. Over 51 thousands increased in 24 hours in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X