২১০০ জন বিদেশি যোগ দেন নিজামউদ্দিনের ধর্মসভায়, করোনা আতঙ্কে চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের
করোনা সংক্রমণে এখন সরকারের ঘুম উড়িয়েছে দিল্লির নিজামউদ্দিনের ধর্মসভা। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ১ জানুয়ারি থেকে সেখানে প্রায় ২১০০ বিদেশি অংশ নিয়েছিলেন। সকলেই দিল্লির নিজামউদ্দিনের হেজ কোয়ার্টারে গিয়েছিলেন আগে। সেখান থেকেই ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস।

এই ২১০০ জন বিদেশির মধ্যে আবার ২১ মার্চ পর্যন্ত তারা ভারতে ছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নিয়েছিল। তারমধ্যে আবার ২১৪ জন বাস করেছেন নিজামউদ্দিন মার্কজে। সেখান থেকেই ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই ১২০৩ জন তাবলিঘি জামাত কর্মীর করোনা পরীক্ষা করা হয়েছে তারমধ্যে ৩০৩ মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। বাকিদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, কিরঘিজস্তান, শ্রীলঙ্কা বিভিন্ন স্থান থেকে লোক এই ধর্মসভায় যোগ দিয়েছিলেন। তাতেই সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই জানা গিয়েছে এই ধর্মসভায় যোগ দেওয়ার পরেই দেশের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।