For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাংসাশীদের শাস্তি দিতেই নৃসিংহ অবতার মারণ করোনা ভাইরাসের রূপ নিয়েছে, দাবি হিন্দু মহাসভার

আমিষ ভোগীদের শাস্তি দিতেই এসেছে করোনা ভাইরাস। এমনই দাবি করেছে হিন্দু মহাসভা।

Google Oneindia Bengali News

আমিষ ভোগীদের শাস্তি দিতেই এসেছে করোনা ভাইরাস। এমনই দাবি করেছে হিন্দু মহাসভা। করোনা ভাইরাস আসলে সেই ক্ষুদ্রতম জীবাণুদের প্রতিনিধি যাঁরা মাংসাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। মাংস খাওয়ার কী চরম পরিণতি হতে পারে সেটাই বুঝিয়ে দিচ্ছে এই করোনা ভাইরাস। এমনই দাবি করেছেন হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি

করোনা ভাইরাস নিয়ে হিন্দুমহাসভার দাবি

করোনা ভাইরাস নিয়ে হিন্দুমহাসভার দাবি

করোনা ভাইরাস নিয়ে নতুন যুক্তি সাজিয়েছেন হিন্দু মহাসভা। সংগঠনের প্রধান স্বামী চক্রপািণ দাবি করেছেন, করোনা ভাইরাস আসলে আমিষভোগীদের শাস্তি দেওয়ার একটা চরম মাত্রা। নৃসিংহ অবতার চিনা রূপে নেমে এসেছেন মাংসভোগীদের শাস্তি দিতে। পশুদের উপর নির্যাতন বন্ধ করার চরম শাস্তি দিতেই এই করোনা ভাইরাসের জন্ম বলে দাবি করেছেন তিনি।

করোনা ভাইরাসের মূর্তি গড়ে পুজো হোক

করোনা ভাইরাসের মূর্তি গড়ে পুজো হোক

করোনা ভাইরাসেকে নৃসিংহ অবতারের চিনা রূপ দাবি করেছে হিন্দু মহাসভা। তাই তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পরামর্শ দিয়েছেন করোনার মূর্তি তৈরি করে পুজো করে তাকে তুষ্ট করা হোক। এবং করোনা ভাইরাস যাতে আর ক্ষতি না করে সেকারণে চিনের সব নাগরিকের উচিত আমিষ খাবার পরিত্যাগ করা এবং কোনও নিরিহ প্রাণীর ক্ষতি না করা। তাহলে যদি করোনা ভাইরাসের দাপট একটু হলেও কমে।

 ভারতীয়দের আতঙ্কের কারণ

ভারতীয়দের আতঙ্কের কারণ

হিন্দু মহাসভার প্রধান দাবি করেছে করোনা ভাইরাস ভারতের কোনও ক্ষতি করতে পারবে না। কারণ ভারতে দেবতার পুজো করা হয় এবং ভারতে গোরক্ষকরা রয়েছেন। যাঁরা করোনা ভাইরাস দমিয়ে রাখতে পারবেন। যদিও ইতিমধ্যেই ভারতে তিন জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।

English summary
Corona Virus spread to punish Non- Vegitarians, claimed Hindu Maha sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X