For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে 'পলাতক'দের প্রতি প্রধানমন্ত্রী বার্তা! কোন ইঙ্গিত মোদীর

করোনা আতঙ্কে 'পলাতক'দের প্রতি প্রধানমন্ত্রী বার্তা! কোন ইঙ্গিত মোদীর

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্ক বহু মানুষকেই তাড়া করে বেড়াচ্ছে। ক্রমাগত একাধিক শহরে আক্রান্ত আর মৃতের সংখ্য়া বেড়ে চলেছে। পরিত্রাণের পথ কারোরই জানা নেই এই মুহূর্তে। বিভিন্ন রাজ্য সরকার এক বর্তমান পরিস্থিতিতে জমায়েত নিষিদ্ধ করছে। বন্ধ হচ্ছে মল থেকে সিনেমা হল। এমন অবস্থায় স্ক্রিনিং এ যাঁদের আক্রান্ত হিসাবে ধরা যাচ্ছে,তাঁদের অনেকেই পালিয়ে যাচ্ছেন। এঁদের প্রতি প্রধানমন্ত্রী দিয়েছেন বিশেষ বার্তা।

টুইটারে মোদীর বিশেষ বার্তা

টুইটারে মোদীর বিশেষ বার্তা

এদিকে, নরেন্দ্র মোদী টুইটারে বিশেষ বার্তায় জানিয়েছেন , কোনও মতেই যেন আতঙ্কিত কেউ না হয়ে পড়েন। তিনি বলেন, করোনা মোকাবিলায় কোনও খামতি রাখবে না সরকার। কীভাবে কোভিড ১৯ এর সঙ্গে মোদী সরকার লড়াই করছে, তা নিয়ে বেশ কিছু বক্তব্য রাখেন তিনি।

 যাঁরা পালিয়ে যাচ্ছেন ,তাঁদের বার্তা

যাঁরা পালিয়ে যাচ্ছেন ,তাঁদের বার্তা

এদিন দেশের প্রধানমন্ত্রী বিশেষ বার্তায় বলেন, 'দায়িত্বশীল নাগরিকদের মতো করে কোভিড ১৯ এর মোকাবিলা করতে হবে। আমি জানি আমার দেশের নাগরিকরা এমন কাজ করবেন না যাতে নিজের ও অন্য কারোর জীবন বাপন্ন হয়। '

করোনা সন্দেহভাজনের পালিয়ে যাওয়া

করোনা সন্দেহভাজনের পালিয়ে যাওয়া

বেঙ্গালুরুতে গুগলের যে কর্মীর দেহে করোনার চিহ্ন মিলেছে, তাঁর স্ত্রী বেঙ্গালুরুর থেকে দিল্লি ও আগ্রা পালিয়ে গিয়েছেন বলে খবর। তাঁকে খুঁজতে হন্যে হয়ে যায় প্রশাসন। শেষমেশ তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত শতাধিক

করোনা আক্রান্ত শতাধিক

দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১০। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ এই ভাইরাসের আক্রমণে ক্ষতিগ্রস্ত। সেখানে আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এদিকে, দেশে ১৩জন করোনার গ্রাস কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন।

English summary
Corona virus cases rising , PM Modi adresses to fleeing suspects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X