For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌গুজরাতে ১৪ মাসের শিশুর শরীরে করোনা সংক্রমণ

‌গুজরাতে ১৪ মাসের শিশুর শরীরে করোনা সংক্রমণ

Google Oneindia Bengali News

বিদেশ সফর বা বাইরের রাজ্য যাওয়ার কোনও রিপোর্ট নেই, তাও ১৪ মাসের শিশুর শরীরে করোনা পাওয়া গেল। গুজরাতের জামনগরে এই শিশুর পজিটিভ রিপোর্ট এসেছে। শিশুটির এই রোগ কোথা থেকে এল তা জানার জন্য স্বাস্থ্যকর্তাদের সব রিপোর্ট পাঠানো হয়েছে।

‌গুজরাতে ১৪ মাসের শিশুর শরীরে করোনা সংক্রমণ


রবিবার ওই শিশুটির রিপোর্ট পজিটিভ আসে। সরকারিভাবে জানা গিয়েছে, শিশুটিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং শিশুটির শ্রমিক মা–বাবা যে দরেদ গ্রামে থাকেন তা সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে যাতে সংক্রমণটি না ছড়ায়। জামনগর জেলায় এটি প্রথম কেস বলে জানা গিয়েছে। স্বাস্থ্য অধিকর্তারা এখন খোঁজার চেষ্টা করছে কোথা থেকে এই শিশুর শরীরে করোনা সংক্রমণ হল। শিশুটির অভিভাবক দৈনিক শ্রমিক ও তাঁরা সম্প্রতি কোনও ভিন রাজ্যেও ভ্রমণ করেননি। জামনগরের কালেক্টর রবি শঙ্কর জানান যে কোথা থেকে শিশুটির শরীরে কোভিড–১৯ এল এখন সেটাই খুঁজে বের করা চ্যালেঞ্জ।

কালেক্টর বলেন, '‌উত্তরপ্রদেশের বাসিন্দা পেশায় শ্রমিক দম্পতির সন্তান ওই ১৪ মাসের শিশু। জামনগর শহরের বাইরে দারেদ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তাঁরা থাকেন এবং কারখানায় কাজ করেন। তাঁরা দীর্ঘদিন ওই এলাকার বাইরে যাননি। তাও তাঁদের ১৪ মাসের পুত্রসন্তানের করোনা ভাইরাস দেখা দিয়েছে।’‌ শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে শনিবার তাকে তার মা–বাবা সরকারি হাসপাতালে নিয়ে আসে। রবিবার তার করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। রবি শঙ্কর বলেন, '‌শিশুটির চিকিৎসা চলছে। তার অভিভাবক সংক্রমণহীন। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।’‌ শিশুটি বর্তমানে ভেন্টিলেটরে রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব জয়ন্তী রবি।

English summary
corona victim a 14 months child in gujrat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X