For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ ওষুধের দোকানে কিনতে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন? জেনে নিন কী বলছে সরকার

সাধারণ ওষুধের দোকানে কিনতে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন? জেনে নিন কী বলছে সরকার

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া করোনা উদ্বেগের মধ্যেই আগামী ১ মে থেকে গোটা দেশে ১৮ বছরের বেশি বয়সী সকল নাগরিককেই করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্র নিয়েছে কেন্দ্র। অন্যদিকে ভ্যাকসিন কেনার ক্ষেত্রে রাজ্য সরকারগুলিকেও বিশেষ স্বাধিকার দিয়েছে কেন্দ্র। একইসাথে সরকার আরও জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ নিজেরাই ভ্যাকসিন কিনে নিতে সক্ষম হবে। এদিকে ইতিমধ্যেই কোভিশিল্ডের নতুন দামও প্রকাশ করেছে ফেলেছে সিরাম ইন্সস্টিটিউট। তার তাতেই দেশজুড়ে মাথাচাড়া দিচ্ছে নতুন উদ্বেগ।

সাধারণ ওষুধের দোকানে কিনতে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন? জেনে নিন কী বলছে সরকার

এদিকে অনেকের মনেই ইতিমধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে তাহলে কী এখন থেকে টিকাকরণ সেন্টারের বদলে সাধারণ ওষুধের দোকানেই কিনতে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন? সেই ক্ষেত্রে কত হতে পারে দাম? এমনকী কালোবাজারির সম্ভাবনা ভাবাচ্ছে সকলকে। যদিও এই ক্ষেত্রে ভারপ্রাপ্ত সরকারি আধিকারিক স্পষ্টতই জানাচ্ছেন শুধুমাত্র হাসপাতাল এবং অনুমোদিত টিকাকরণ কেন্দ্রগুলিতেই পাওয়া যাবে এই ভ্যাকসিন। আর ভ্যাকসিন পেতে গেলে কো-উইন অ্যাপে নাম নিবন্ধকরণও বাধ্যতামূলক থাকছে।

এই বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বিশেষ নির্দেশিকাও জারি করতে পারে কেন্দ্র। অন্যদিকে করোনা ভ্যাকসিনগুলি জরুরি লাইসেন্সের আওতায় অনুমোদিত হওয়ায় তা এত সহজে খোলাবাজের বিক্রি করা যাবে না। অন্যদিকে এখন থেকে হাসপাতালের পাশাপাশি কর্পোরেট হাউসগুলি ভ্যাকসিন কিনতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার আরও বলেছে যে, জাতীয় করোনার টিকা কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও ফ্রন্টলাইন কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়া অব্যাহত থাকবে। এদিকে দিন যত গড়াচ্ছে ভারতে করোনা উদ্বেগ ততই বাড়ছে। ভারতে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লক্ষের বেশি।

১৮ বছরের কম বয়সীদের প্রভাবিত করে না কোভিড–১৯, ভুয়ো খবরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি১৮ বছরের কম বয়সীদের প্রভাবিত করে না কোভিড–১৯, ভুয়ো খবরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি

English summary
Coronavirus vaccines are not available in general drug stores
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X