For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

strategic ভাবে দ্রুত বাড়াতে হবে করোনার পরীক্ষা! বাংলা সহ সমস্ত রাজ্যকে সতর্ক করে নির্দেশ কেন্দ্রের

হঠাত করেই একাধিক রাজ্যে করোনা সংক্রমণ কমতে চলেছে। কয়েকটি রাজ্যে প্রায় ৯ হাজারের নীচে নেমে গিয়েছে। হঠাত সংক্রমণে পতন কীভাবে? তা বিশ্লেষণ করে কেন্দ্র। আর তা করে দেখা গিয়েছে একাধিক রাজ্যে কমে গিয়েছে করোনা পরীক্ষা। আর সেখানে

  • |
Google Oneindia Bengali News

হঠাত করেই একাধিক রাজ্যে করোনা সংক্রমণ কমতে চলেছে। কয়েকটি রাজ্যে প্রায় ৯ হাজারের নীচে নেমে গিয়েছে। হঠাত সংক্রমণে পতন কীভাবে? তা বিশ্লেষণ করে কেন্দ্র। আর তা করে দেখা গিয়েছে একাধিক রাজ্যে কমে গিয়েছে করোনা পরীক্ষা। আর সেখানে দাঁড়িয়ে একাধিক রাজ্যকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র।

বাংলা সহ সমস্ত রাজ্যকে সতর্ক করে নির্দেশ কেন্দ্রের

আজ মঙ্গলবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, স্ট্রেটেজিক ভাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বাড়াতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং কল্যাণমন্ত্রকের তরফে এই চিঠি দেওয়া হয়েছে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লেখা চিঠিতে আরও বলা হয়েছে যে, কয়েকটি এলাকাতে পজিটিভিটি রেটের বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ বলে মনে করছে মন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা জানিয়েছেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অর্থাৎ আইসিএমআর জানাচ্ছে একাধিক রাজ্য করোনা পরীক্ষা কমিয়ে দিয়েছে। যেখানে করোনা এবং ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে সেখানে করোনা পরীক্ষা কম হওয়া উচিৎ নয় বলে মনে করছে মন্ত্রক।

ওমিক্রন ঝড়ের গতিতে ছড়াচ্ছে। একাধিক রাজ্যে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার কথা জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ওমিক্রনের বাড়বাড়ন্ত রুখতে সঠিক নীতি নেওয়ার জন্যেও রাজ্যগুলিকে বলা হয়েছে।

মন্ত্রকের তরফে লেখা চিঠিতে বলা হয়েছে যে, সংক্রমণ রুখতে দ্রুত সন্দেহজনক ব্যক্তির করোনা পরীক্ষা করতে হবে। আর তা করে করোনা আক্রান্তকে আইসোলেশনে পাঠাতে হবে। কোর্মোবিট রয়েছে এমন মানুষের মধ্যে করোনা দ্রুত ছড়ায় সেখানে দাঁড়িয়ে এই সমস্ত মানুষের দিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। এমনকি যেখানে করোনা সংক্রমিত হচ্ছে সেখানে দ্রুত সবার আরটিপিসিআর টেস্ট করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য পশ্চিমবঙ্গ সহ সমস্ত একাধিক রাজ্যকে এই বিষয়ে সতর্ক করে এই চিঠি দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গেও অনেক কম করোনা নমুনা পরীক্ষা হচ্ছে। আর এর ফলে প্রায় ১০ হাজারের কাছাকাছি চলে এসেছে বাংলায় সংক্রমণের সংখ্যা।

অন্যদিকে মুম্বই এবং দিল্লিতেও কমেছে করোনা সংক্রমণ। মুম্বইতেও প্রায় ১০ হাজারের নীচে নেমে এসেছে সংক্রমণ। কার্যত একই ছবি দিল্লিতেও। সেখানে গত কয়েকদিন লাগাতার নীচের দিকে সংক্রমনের সংখ্যা। যদিও ভালোই টেস্ট হচ্ছে বলে দাবি দুই রাজ্যেরই। যদিও এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
Corona test should be increased, central govt told states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X