For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তের হাঁচি,কাশির ছিটে ১৩ ফুট দূরের মানুষকে গিয়ে বিদ্ধ করতে পারে কি! গবেষণা কী বলছে

করোনা আক্রান্তের হাঁচি,কাশির ছিটে ১৩ ফুট দূরের মানুষকে গিয়ে দংশন করতে পারে! চাঞ্চল্য গবেষণা ঘিরে

  • |
Google Oneindia Bengali News

অনেকেই উপসর্গ যুক্ত আবার অনেকেই উপসর্গহীন। ফলে আপাতভাবে কে করোনায় আক্রান্ত তা বোঝা দায়! এমন পরিস্থিতিতে যে কারোর হাঁচি, বা কাশি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ বিশ্লেষণ করে জানাল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়ান্সের একটি গবেষণাপত্র।

 কী বলছে গবেষণা পত্র?

কী বলছে গবেষণা পত্র?

গবেষণা বলছে, গাণিতিক মডেল অনুযায়ী, হাঁচি বা কাশি থেকে একটি ড্রপলেট ছিটকে গিয়ে ৮ থেকে ১৩ ফুট পর্যন্ত এগিয়ে যেতে পারে। ফলে ১৩ ফুট দূরে থাকা ব্যক্তিকে তা সহজেই প্রভাবিত করতে পারে। আর এই হাঁচি যদি একজন করোনা আক্রান্তের থেকে ছিটে যায়, তাহলেই বিপদ!

করোনা মহমারীতে একফোঁটা ছিঁটে দায়ী

করোনা মহমারীতে একফোঁটা ছিঁটে দায়ী

বিশ্বে লক্ষ লক্ষ মানুষ যেভাবে আক্রান্ত হয়েছেন, তাতে অনেকক্ষেত্রেই হাঁচি বা, কাশি থেকে একফোঁটা ড্রপলেট বড় ভূমিকা পালন করেছে, বিজ্ঞানীরা বলছেন ১৩ ফুট পর্যন্ত চলার পর ওই ড্রপলেট বাষ্প হয়। তবে যতক্ষণ না পর্যন্ত ড্রপলেট বাষ্প হচ্ছে বিপদ ততক্ষণই।

 গাণিতিক মডেল কী বলছে?

গাণিতিক মডেল কী বলছে?

গাণিতিক মডেল অনুযায়ী, হাওয়া ছাড়াই একটি ড্রপলেট ১৩ ফুট যেতে পারে। সেক্ষেত্রে হাওয়ার বেগ থাকলে তা আরে বিপজ্জনক। দুই বাঙালি গবেষক এই গবেষণাপত্রের লেখক। তাঁদের দাবি, ড্রপলেটের ঘনত্ব, তার বেঁচে থাকার সনয়, কতদূর যাচ্ছে, এগুলি নির্ভর পদার্থবিদ্যার কয়েকটি দিকের ওপর।

 ৬ ফুট দূরত্ব প্রয়োজন!

৬ ফুট দূরত্ব প্রয়োজন!

গবেষকরা বলছেন, সোশ্যাল ডিসটেন্সিং ই একমাত্র উপায় করোনা মুক্তির জন্য। এক্ষেত্রে অন্তত ৬ ফুটের দূরত্ব সবচেয়ে বেশি জরুরি। একমাত্র সোশ্যাল ডিসটেন্সিই পারে এই সমস্যাকে আটাকাতে।

করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল! নয়া নির্দেশিকায় কী জানাল কেন্দ্র?করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল! নয়া নির্দেশিকায় কী জানাল কেন্দ্র?

English summary
Corona spread can happen with cough droplet that can travel upto 13 feet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X