For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রোগীদের দেহে জাপানের 'কাওয়াসাকি'রোগের লক্ষণ!ভারতে সংকটের জোড়া ফলা

করোনা রোগীদের দেহে জাপানের 'কাওয়াসাকি'রোগের লক্ষণ!ভারতে সংকটের জোড়া ফলা

Google Oneindia Bengali News

আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি করোনা ভাইরাসকে চিনা ভাইরাস নামে নামাঙ্কিত করেছেন। আর সেই নাম ধরেই যদি বলা হয়, তাহলে 'চিনা ভাইরাস' এর সঙ্গে এবার ভারতে পদার্পণ করতে শুরু করেছে জাপানের কাওয়াসাকি রোগ।

মুম্বইয়ের হাসপাতালে আতঙ্কের গ্রাস

মুম্বইয়ের হাসপাতালে আতঙ্কের গ্রাস

মুম্বইয়ের এক হাসপাতাল থেকে প্রশাসনকে জানানো হয়েছে,সেখানে যুব সম্প্রদায়ের করোনা রোগীদের দেহে মিলতে শুরু করেছে জাপানের কাওয়াসাকি রোগের মতো চিহ্ন। এর আগে, ইউকে, ইতালি, স্পেন, চিনের মতো দেশে করোনা রোগীদের দেহে কাওয়াসাকি রোগের চিহ্ন মিলেছে। সেখানে শিশু করোনা রোগীদের দেহে এই চিহ্ন মিলেছে।

করোনা রোগী ও কাওয়াসাকি রোগ

করোনা রোগী ও কাওয়াসাকি রোগ

জাপানের কাওয়াসাকি রোগের চিহ্ন বিশ্বের বিভিন্ন দেশের কম বয়সী রোগীদের দেহে মিলেছে। পাঁচ বছরের নিচে শিশুদের দেহে মিলতে শুরু করেছে এই রোগের লক্ষণ। ভারতে এমন লক্ষণ মুম্বইতেই প্রথম দেখা যাচ্ছে বলে খবর।

 কী ঘটতে পারে এই কাওয়াসাকি রোগ হলে?

কী ঘটতে পারে এই কাওয়াসাকি রোগ হলে?

জাপানের এই কাওয়াসাকি রোগও কম ভয়াবহ নয়। এমন রোগ শরীরের রক্তবাহিকা পুড়িয়ে দেয়। আর শিশুদের দেহেই তা সহজে করতে পারে এই রোগের জীবাণু। মুম্বইতে এক ১৪ বছরের কিশোরের দেহে এই রোগের চিহ্ন মিলেছে বলে খবর।

কাওয়াসাকি রোগের লক্ষণ

কাওয়াসাকি রোগের লক্ষণ

জাপানের কাওয়াসাকি বহু পুরোনো একটি রোগ। এর ফলে শিশুর দেহের পরিস্থিতি তরতর করে খারাপের দিকে যায়। ১০২ ডিগ্রি ফারেনহাইট জ্বর সহজেই চলে আসে শরীরে ।এর থেকে বেশিও শরীরের তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে সারা গায়ে ব়্যাশ থাকে। এছাড়ও একাধিক উপসর্গ থাকে এই রোগের।

ভারতে করোনা রোগীদের দেহে জাপানি রোগের সংক্রমণ!'কাওয়াসাকি' রোগের উপসর্গ একনজরে ভারতে করোনা রোগীদের দেহে জাপানি রোগের সংক্রমণ!'কাওয়াসাকি' রোগের উপসর্গ একনজরে

English summary
Corona patients having Japanese Kawasaki disease likse symtomps , says Mumbai Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X