For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমামকে কোয়ারেন্টাইনে রাখা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি! উত্তরাখন্ডে পরবর্তীকালে কোন নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যেই এবার ফের একবার উত্তাপ চড়ল ভারতের উত্তরের রাজ্যে। বিজেপির দখলে থাকা উত্তরাখণ্ডে করোনার প্রকোপ ঘিরে তুমুল চাঞ্চল্য শুরু হয়েছে। সেখানে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে বানভুলপুরা এলাকায় লাগু করা হল কার্ফু।

উত্তরাখন্ডে উত্তেজনা

উত্তরাখন্ডে উত্তেজনা

উল্লেখ্য, উত্তরাখন্ডের হলদোয়ানির বানভুলপুরায় এক স্থানীয় ইমামকে কোয়ারেন্টাইনে নেওয়া নিয়ে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের তুমুল শোরগোল বাধে। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যেতে থাকে। মুহূর্তে উত্তেজনার রূপ নেয় এলাকা।

কী ঘটেছিল?

কী ঘটেছিল?

উত্তরাখন্ডের বনভুলপুরা এলাকার ইমামকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয় প্রশাসন। তিনি তবলিঘি জামাতের দিল্লির অনুষ্ঠান থেকে ফিরেছেন বলে খবর ছিল প্রশাসনের কাছে। আর এই পরিস্থিতিতে স্থানীয়রা বেরিয়ে এসে প্রশাসনের কাজে বাধা দেয়। তাতেই চড়ে উত্তেজনার পারদ।

কোন নির্দেশ এলাকায়?

কোন নির্দেশ এলাকায়?

পরিস্থিতির পারদ চড়তেই উত্তরাখন্ডের বনভুলপুরা এলাকায় কার্ফু লাগু করার নির্দেশ দেন সেরাজ্যের সচিব পর্যায়ের আমলারা। এদিকে, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ইমাম , উলেমা ও পুলিশের মধ্যস্থতায়। আপাতত ওই ইমাম কোয়ারেন্টাইনে রয়েছেন ।

করোনা সংক্রমণ ভারতে

করোনা সংক্রমণ ভারতে

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারতে আপাতত ৯১৫২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এদিকে, ৩০৮ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। ফলে করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে। রবিবার পর্যন্ত হিসাব বলছে যে ভারতে ১৪১ জন করোনার থাবা কাটিয়ে উঠে এসেছেন।

English summary
Corona outbreak in India, Uttarakhand govt imposes curfew after imam's quarantine issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X