For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলাচ্ছে ভারতের করোনা মানচিত্র, ৬ সপ্তাহ ধরে একটানা কমছে আক্রান্তের সংখ্যা! বাড়ছে সুস্থতার হারও

৬ সপ্তাহ ধরে একটানা ভারতে কমছে করোনা আক্রান্তের সংখ্যা

  • |
Google Oneindia Bengali News

গত দু-তিন মাসে একটানা সংক্রমণের শীর্ষে থাকার পর ধীরে ধীরে বদালাচ্ছে ভারতের করোনা মানচিত্র। বর্তমানে সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই গোটা দেশেই ক্রমেই নিম্নমুখী হয়েছে করোনার সংক্রমণ। তাতেই যেন খানি স্বস্তিতে ভারত সরকার।

সামগ্রিক সুস্থতার বিচারে শীর্ষে ভারত

সামগ্রিক সুস্থতার বিচারে শীর্ষে ভারত

এদিকে ইতিমধ্যেই ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছুঁইছুঁই। মারা গেছেন ১ লক্ষ ২০ হাজারের কাছাকাছি মানুষ। যদিও জুলাই-অগাস্টে ভারতের করোনা সংক্রমণ উদ্বেগ বাড়ালেও সামগ্রিক সুস্থতার বিচারে গোটা বিশ্বের মধ্যে সর্বদা শীর্ষেই থেকেছে ভারত। এদিকে মোট সংক্রমণের নিরিখে ভারতের ঠিক উপরেই রয়েছে আমেরিকা। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষের কাছাকাছি।

আক্রান্তের সংখ্যায় প্রায় ১৬ শতাংশ পর্যন্ত পারাপতন

আক্রান্তের সংখ্যায় প্রায় ১৬ শতাংশ পর্যন্ত পারাপতন

এদিকে সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে গত প্রায় ৬ সপ্তাহ ধরেই ভারতে নতুন করোনা সংক্রমণ নিম্নমুখী হয়েছে। পাশাপাশি গত চার সপ্তাহ ধরে মৃতের সংখ্যাও তলানিতে এসে ঠেকেছে। তারমধ্যে গত একসপ্তাহেই ভারতে করোনা সংক্রমণ সবথেকে কমেছে বলে দেখা যাচ্ছে। ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যায় প্রায় ১৬ শতাংশ পর্যন্ত পারাপতন লক্ষ্য করা যায়।

গত সপ্তাহে মোট আক্রান্ত ৩.৬ লক্ষ

গত সপ্তাহে মোট আক্রান্ত ৩.৬ লক্ষ

গত সপ্তাহে ভারতে মোট ৩.৬ লক্ষ করোনা আক্রান্তের খোঁজা পাওয়া যায়। এর আগে জুলাইয়ের ২০ থেকে ২৬ তারিখের মধ্যে করোনা সংক্রমণে সর্বোচ্চ পারাপতন লক্ষ্য করা যায় বলে খবর। ওই সপ্তাহে গোটা দেশে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ৩.২ লক্ষ মানুষ। এদিকে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যাও ১৯ শতাংশ কমেছে বলেই জানাচ্ছে বর্তমান পরিসংখ্যান।

ভারতে সুস্থতার হার পার করল ৯০ শতাংশের গণ্ডি

ভারতে সুস্থতার হার পার করল ৯০ শতাংশের গণ্ডি

এদিকে ১২ থেকে ১৮ অক্টোবরেও ভারতে করোনা আক্রান্ত সংখ্যা অনেকটাই নিম্নমুখী ছিল বলে জানাচ্ছে সরকারি পরিসংখ্যানই। সেই সময় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ কমে আসে। নতুন মৃতের সংখ্যা কমে ১৬ শতাংশ। এদিকে গোটা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হার যখন ৫ শতাংশের উপরে। সেখানে গত কয়েকমাস ধরে ভারতে তা ২ শতাংশেরও নীচে। একইসাথে আশাব্যঞ্জক ভাবে ভারতের সুস্থতার হারও বর্তমানে ৯০ শতাংশের গণ্ডি পার করেছে।

বিজয়ায় শস্ত্র পুজো করে বিজেপি কর্মীদের খোলা চিঠি দিলীপের! ২১ কে পাখির চোখ করে বড় বার্তাবিজয়ায় শস্ত্র পুজো করে বিজেপি কর্মীদের খোলা চিঠি দিলীপের! ২১ কে পাখির চোখ করে বড় বার্তা

English summary
Coronavirus outbreak in India is decreasing! The number of new cases has been decreasing continuously for 6 weeks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X