For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ভয়াল দংশন : বিনা বেতনে উচ্চপদস্থ কর্তাদের ছুটিতে পাঠাল এই সংস্থা! ঘটনা ঘিরে জল্পনা শুরু

বিনা বেতনে উচ্চপদস্থ কর্তাদের ছুটিতে পাঠাল এই সংস্থা! করোনার ভয়াল দংশন ঘিরে জল্পনা শুরু

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে , ভারতে যেন কোনও ক্রমেই কাউকে চাকরি থেকে ছেঁটে না ফেলা হয়, এই আপৎকালীন পরিস্থিতিতে। এই ঘোষণার পরদিনই উঠে এলো বাণিজ্য মহল থেকে এক দুঃসংবাদ।

 বিমান পরিষেবা সংস্থার কোন বার্তা?

বিমান পরিষেবা সংস্থার কোন বার্তা?

বেসরকারি বিমান পরিষেবা সংস্থা 'ভিস্তারা' জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে সংস্থার উচ্চপদস্থ কর্তারা ৩ দিনের জন্য আবশ্যিক ছুটিতে যাবেন। এই ৩দিনের ছুটির জন্য তাঁদের কোনও বেতন দেওয়া হবে না।

 কবে থেকে কবে পর্যন্ত ছুটি?

কবে থেকে কবে পর্যন্ত ছুটি?

ভিস্তারা থেকে জানানো হয়েছে আগামী ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উচ্চপদস্থ কর্মীদের ছুটি র কথা ঘোষণা করেছেন সংস্থার সিইও। এই ছুটির ফলে সংস্থার কর্মপদ্ধতি বিপাকে পড়বে না বলেই জানা গিয়েছে।

 কতজন কর্মী প্রভাবিত হতে চলেছেন?

কতজন কর্মী প্রভাবিত হতে চলেছেন?

জানা গিয়েছে, ভিস্তারার এই সিদ্ধান্তের ফলে সংস্থার ১২০০ কর্মী আক্রান্ত হতে চলেছেন। বাকি ও ২,৮০০ কর্মী সংস্থার তরফে বাকি কর্মপদ্ধতিতে সামিল থেকে কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে খবর।

 সিদ্ধান্ত সম্পর্কে কী জানিয়েছে সংস্থা?

সিদ্ধান্ত সম্পর্কে কী জানিয়েছে সংস্থা?

সংস্থার তরফে জানানো হয়েছে, লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ফলে তাঁদের কাছে মুনাফার আয় আসছে না। কারণ ৩ মে পর্যন্ত তাঁদের সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ। ফলে সংস্থার আর্থিক পরিস্থিতি খারাপের দিকে বলে জানিয়েছে ভিস্তারা।

English summary
Corona lockdown, Vistara sends senior empolyees on leave without pay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X