For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন: ভারতের বেকারত্বের হার কোনপথে এগিয়ে যাচ্ছে! ভয়াবহ পরিসংখ্যান একনজরে

করোনা লকডাউন: ভারতের বেকারত্বের হার কোনপথে এগিয়ে যাচ্ছে! ভয়াবহ পরিসংখ্যান একননজরে

  • |
Google Oneindia Bengali News

লকডাউন চলছে গত আড়াই মাস ধরে। বিভিন্ন কলকারাখানায় বন্ধ রয়েছে উৎপাদন। বিভিন্ন জায়গায় স্তব্ধ রয়েছে কাজ। ঠিকা শ্রমিকরা সহজে নিজেদের কাজ করতে পারছেন না। কাজের অভাবে বহু মানুষ ভুগছেন। এমন অবস্থায় ভারতের বেকারত্বের হার নিয়ে যে পরিসংখ্যান উঠে এসেছে তা ভয়াবহ।

 মে মাসে বেকারত্বের হার কত?

মে মাসে বেকারত্বের হার কত?

মে মাসে ভারতের বেকারত্বের হার রয়েছে ২৩.৪৮ শতাংশে। যা এপ্রিল মাসের তুলনায় সামান্য হলেও কম। এপ্রিলে এই হার ছিল ২৩. ৫২ শতাংশ । ফলে আশঙ্কা ও উদ্বেগের মাত্রা একই থেকে যাচ্ছে। উল্লেখ্য, পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের জুলাই মাসে দেশে বেকারত্ব ১.৬ শতাংশ থেকে ২০২০ সালের মে মাসে ৫৯.২ শতাংশের হারে এগিয়ে গিয়েছে।

 CMIE কী বলছে?

CMIE কী বলছে?

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি বা CMIE জানিয়েছে, ভারতের বেকারত্বের হার নিয়ে। প্রায় ৪৩,৬০০ টি পরিবারের স্যাম্পেল সাইজ নিয়ে তারা সমীক্ষা করে ভারতের বেকারত্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে তাদের সাম্প্রতিক রিপোর্টে।

সবচেয়ে কম বেকারত্ব কোথায়?

সবচেয়ে কম বেকারত্ব কোথায়?

সবচেয়ে কম বেকারত্বের হার দেখা গিয়েছে উত্তরাখণ্ড, অসম, ওড়িশায়। এই রাজ্যগুলিতে যথাক্রমে ৮.০ , ৯.৬ ও ৯.৬ শতাংশ বেকারত্ব রয়েছে।

 সবচেয়ে বেশি বেকারত্ব কোথায়?

সবচেয়ে বেশি বেকারত্ব কোথায়?

সবচেয়ে বেশি বেকারত্বের হার ঝাড়খণ্ডে, সেখানে ৫৯. ২ শতামশ বেকারত্ব, বিহারে ৪৬. ২ শতাংশ বেকারত্ব, আর রাজধানী দিল্লিতে বেকারত্ব ৪৪.৯ শতাংশ।

মোহভঙ্গ! লকডাউনেই বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে, জঙ্গলমহলে বিপাকে গেরুয়া শিবিরমোহভঙ্গ! লকডাউনেই বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে, জঙ্গলমহলে বিপাকে গেরুয়া শিবির

English summary
Corona lockdown impact on Indian economy, know statistics of unemployment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X