For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ এপ্রিলের পর থেকে লকডাউনে আরও অনেক ক'টি বিষয়ে ছাড় দিল কেন্দ্র! দেখুন তালিকা

  • |
Google Oneindia Bengali News

২১ দিনের লকডাউনের পর এবার ১৯ দিনের বাড়তি লকডাউনে ভারত। করোনার প্রবল দংশনে ভারতে ইতিমধ্যেই ১৩ হাজারের অঙ্ক ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে লকডাউনের নিয়ম নিয়ে আরও বেশ কয়েকটি গাইডলাইন জারি করেছে কেন্দ্র। তবে নিমোক্ত যাবতীয় নিয়ম ২০ এপ্রিলের পর থেকে লাগু হবে।

 নতুন সংযুক্ত হওয়া গাইডলাইন

নতুন সংযুক্ত হওয়া গাইডলাইন

এবার থেকে অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে ধরা হবে ফাইনান্স কর্পোরেশন ও মাইক্রোফাইনান্স কর্পোরেশনগুলিকে। এই প্রতিষ্ঠানগুলিকে কাজ শুরুর বিষয়ে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

 আর কোন কোন নতুন নিয়ম সংযুক্ত হচ্ছে?

আর কোন কোন নতুন নিয়ম সংযুক্ত হচ্ছে?

লকডাউনের মধ্যেও নারকেল, কোকো সহ একাধিক গাছের রোপন পদ্ধতি যাতে বন্ধ না হয় ও উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গল সংরক্ষণ যেভাবে উপজাতিরা চালিয়ে যাচ্ছেন, সেই কাজ যাতে বন্ধ না হয়, তার চেষ্টা করতে হবে। ফলে এই বিষয়গুলিকেও অত্যাবশ্যকীয় পরিষেবার তালিকায় রাখা হয়েছে।

 গ্রামীণ এলাকা সংক্রান্ত তথ্য

গ্রামীণ এলাকা সংক্রান্ত তথ্য

গ্রামীণ এলাকায় জলপ্রকল্প সংক্রান্ত নির্মাণের কাজ লকজাউনের মধ্যেও চলবে বলে জানিয়েছে কেন্দ্র। এছাড়াও স্যানিটাইজেশন, বিদ্যুৎ, টেলিকম পরিষেবা সংক্রান্ত কাজও চালু রাখার বার্তা দেওয়া হয়েছে।

 ই কমার্স সেক্টরের জন্য বার্তা

ই কমার্স সেক্টরের জন্য বার্তা

স্কুল পড়ুয়াদের জন্য, স্টেশনারি আইটেম, যেন অ্যামাজন, ফ্লিপকার্টে সরবরাহ হয়, তার বন্দোবস্ত করার বার্তা দিয়েছে কেন্দ্র। এছাড়াও ফোন,রেফ্রিজারেটর,টেলিভিশন সেট, ল্যাপটপ , পোশাক যাতে ই কমার্স সেক্টর থেকে সরবরাহ করা হয়, তার জন্য গাইডলাইন দিয়েছে সরকার।

 ২০ এপ্রিল নিয়ে বড় ঘোষণা

২০ এপ্রিল নিয়ে বড় ঘোষণা

২০ এপ্রিল নিয়ে সরকার ইতিমধ্যেই বড়সড় ঘোষণা করেছে। এই তারিখের পর থেকে যদি করোনার প্রকোপ হটস্পটের বাইরের এলাকায় কমে, তাহলে সেখানে আর্থিক কাজকর্ম শুরু হবে। আর তার আগে এই নয়া গাইডলাইন ঘিরে ফের আশার আলো দেখছে দেশ।

English summary
Corona lockdown in India, Centre Adds More To List Of What Is Allowed After
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X