For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে রাজধানী,দুরন্ত সহ একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল! দেখে নিন তালিকা

করোনার জেরে রাজধানী,দুরন্ত সহ একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল! দেখে নিন তালিকা

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারত আপাতত করোনা আক্রমণের স্টেজ টু তে রয়েছে। মোট ১৩৭ জন আপাতত আক্রান্ত এই ভাইরাসে। এদিকে, দেশে কার্যত বিভিন্ন জায়গায় চলছে 'কোয়ারেন্টাইন'। অনেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এমন পরিস্থিতিতে সেন্ট্রাল রেলের একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল বলে ঘোষণা করা হল।

কবে থেকে কবে পর্যন্ত বাতিল?

কবে থেকে কবে পর্যন্ত বাতিল?

শুধুমাত্র ভারতে সেন্ট্রাল রেলওয়েজের আওতায় থাকা ২৩ টি ট্রেনকে বাতিল করা হয়েছে। এই বিধি আপাতত কয়েক দিনের জন্য। করোনা আতঙ্কের জেরে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রেল। ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।

কোন কোন ট্রেন বাতিল হয়েছে?

কোন কোন ট্রেন বাতিল হয়েছে?

বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে-

১) ১১০০৭ মুম্বই পুনে ডেকান এক্সপ্রেস। এই ট্রেন ছাড়ার কথা ছিল ১৯ মার্চ।
২)১১০০৮পুনে -মুম্বই ডেকান এক্সপ্রেস।এই ট্রেন ছাড়ার কথা ছিল ১৯ মার্চ।
৩)১১২০১এলটিটি-অজনি এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়ার কথা ছিল ২৩ মার্চ।
৪)১১২০২ অজনি-এলটিটি এক্সপ্রেস। এটি ২০ মার্চ ছাড়ার কথা ছিল।
৫) ১১২০৫ এলটিটি -নিজামাবাদ এক্সপ্রেস। যা ছাড়ার কথা ছিল ২১ মার্চ।

৬) ১১২০৬ নিজামাবাদ এলটিটি এক্সপ্রেস , যা ছাড়ার কথা ছিল ২২ মার্চ।
এই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।

মুম্বই-নাগপুর কোন কোন ট্রেন বাতিল?

মুম্বই-নাগপুর কোন কোন ট্রেন বাতিল?

এছাড়াও নাগপুর রেওয়া এক্সপ্রেস, মুম্বই-নাগপুর নন্দীগ্রাম এক্সপ্রেস, নাগপুর মু্মবই নন্দীগ্রাম এক্সপ্রেস বাতিল হয়েছে। এই ট্রেনগুলির ২২,২৩,২৫ তারিখে ছাড়ার কথা ছিল। পাশাপাশি বাতিল হয়েছে , ২৬ তারিখের পুনে নাগপুর এক্সপ্রেস, ২০ মার্চের নাগপুর-পুনে এক্সপ্রেস, ২৮ মার্তের পুনে অজনি এক্সপ্রেস, ২৯ মার্চের অজনি পুনে এক্সপ্রেস।

বাতিল দুরন্ত, রাজধানী এক্সপ্রেস

বাতিল দুরন্ত, রাজধানী এক্সপ্রেস

২৪ মার্চের হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস বাতিল রয়েছে। বাতিল রয়েছে ২৫ মার্চের মুম্বই হাওড়া দুরন্ত এক্সপ্রেসও। ২০,২৩,২৭ মার্চের সিএসএমটি-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস বাতিল। ২১,২৪,২৬,৩১ তারিখের নিজামুদ্দিন সিএসএমটি রাজধানী এক্সপ্রেস বাতিল রয়েছে।

 আর কোন ট্রেন বাতিল?

আর কোন ট্রেন বাতিল?

৩১ মার্চের এলটিটি মান্নাড় এক্সপ্রেস, পুমে মুম্বই প্রগতি এক্সপ্রেস বাতিল। অন্যদিকে বাতিল রয়েছে ২৯ ও ৩০ তারিখের ভুসবল নাগপুর এক্সপ্রেস, ও নাগপুর-ভুসবল এক্সপ্রেস।২৪, ৩১ মার্চের কালবুর্গী সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসও বাতিল রয়েছে।

English summary
Corona issue in India, Rajdhani express to Duranto express cancelled, know details .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X