For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্ক: রাজধানী 'লক ডাউন' হতে পারে প্রয়োজনে! দিল্লি সরকারের বড়সড় ঘোষণা

রাজধানী 'লক ডাউন' হতে পারে প্রয়োজনে! দিল্লি সরকারের বড়সড় ঘোষণা করোনা আতঙ্কে

  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কে জেরবার গোটা দেশ। ইতিমধ্যেই কোভিড ১৯ ঘিরে ক্রমাগত সতর্কতা জারি হচ্ছে গোটা দেশে। উত্তরপ্রদেশ সরকার থেকে শুরু করে বাংলা , তথা কেন্দ্রীয় সরকার একাধিক সাহায্যের ঘোষণা করেছে এরমধ্যে । এমন অবস্থায় রাজধানী দিল্লি ঘিরে বড়সড় বার্তা উঠে আসছে।

কেজরিওয়ালের বার্তা

কেজরিওয়ালের বার্তা

দিল্লির মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন , একই সঙ্গে এক জায়গায় ৫ জনের ঘোরাফেরা দিল্লির বুকে নিষিদ্ধ। ফলে করোনার জেরে হোম কোয়ারেন্টাইনই একমাত্র পন্থা। সাফ ভাষায় তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিধবাদের যে পেনশন দেওয়ার স্কিম সরকার চালু করেছে তা দিল্লি দ্বিগুণ করে দিচ্ছে।

 কোন বড় ঘোষণা

কোন বড় ঘোষণা

কেজরিওয়াল সরকার জানিয়েছেন, ফেয়ার প্রাইস শপ থেকে যাঁরা রেশন নেন তাঁরা আগামী মাস থেকে ৫০ শতাংশ বাড়তি পাবেন রেশন। বিধবাবের ভাতা বৃদ্ধি ছাড়াও তিনি বলেন, প্রতিবন্ধী ও বৃদ্ধরাও এই মর্মে বেশি ভাতা পাবেন । করোনা পরিস্থিতির জেরেই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে।

 রাস্তায় ৫০ শতাংশ বাস চলবে

রাস্তায় ৫০ শতাংশ বাস চলবে

দিল্লির রাস্তায় আপাতত ৫০ শতাংশ বাস চলবে 'জনতা কার্ফু' এর সময়। এপ্রিল ১৭ কথেকে ৮.৫ লাখ পেনশনভোগীকে ৪ থেকে ৫ হাজার টাকা দেওয়া হবে । তবে এমন পরিস্থিতিতে, সামজিক ও ধর্মীয় কোনও সমাগমই কার্যকরী করা যাবে না দিল্লিতে।

 প্রয়োজনে 'লক ডাউন'!

প্রয়োজনে 'লক ডাউন'!

কেজরিওয়াল এদিন ভিডিও প্রেস কন্ফারেন্সের মাধ্যমে বলেন, প্রয়োজন পড়লে তবেই লকড ডাউন করতে হতে পারে দিল্লি। তাছাড়া এমন কিছু হবে না। তবে ৫ জনের বেশি মানুষের সমাগম আপাতত নিষিদ্ধ।

English summary
Delhi might get locked down if required, says Kejriwal with so may orders .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X