For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে করোনা বাড়ছে মহারাষ্ট্রে, শীর্ষে মুম্বই

নতুন করে করোনা বাড়ছে মহারাষ্ট্রে, শীর্ষে মুম্বই

  • |
Google Oneindia Bengali News

বুধবার মহারাষ্ট্রে ২৭০১টি নতুন করোনা সংরমণ রেকর্ড করা হয়েছে৷ শুধুমাত্র মুম্বাইতেই শেষ ২৪ ঘন্টায় ১৭৬৫ জনের করোনা সংক্রমণের রিপোর্ট পজিটিভ এসেছে৷ মহারাষ্ট্রের রাজ্য স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে টানা তৃতীয় দিন শহরে (মুম্বইয়ে) করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। মঙ্গলবার, মহারাষ্ট্রে ১৪৪১ টি নতুন করোনভাইরাস কেস রেকর্ড করা হয়েছিল যা আগের দিনের তুলনায় ৮১ শতাংশ বেশি ছিল, এবং ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ৷

মুম্বইতে খোঁজ মিলল করোনার সাম্প্রতিক স্ট্রেনের!

মুম্বইতে খোঁজ মিলল করোনার সাম্প্রতিক স্ট্রেনের!

সম্প্রতি মুম্বইতে করোনার সাম্প্রতিক মিউটেন্ট স্ট্রেন বি.এ.৫ -এর একটি কেসেরও খোঁজ মিলেছে৷ মঙ্গলবার শুধু মুম্বাইতে ১২৪২ টি নতুন করোনা সংক্রমনের রিপোর্ট পাওয়া গিয়েছিল। যা সোমবারের দৈণিক করোনা সংক্রমণ সংখ্যার প্রায় দ্বিগুণ। সোমবার, রাজ্যে ১০৩৬টি সংক্রমণ রেকর্ড করা হয়েছিল যখনে শুধু মুম্বাইতেই ৬৭৬ টি করোনা সংক্রমিতের খোঁজ মিলেছিল।

ফেব্রুয়ারির পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ মহারাষ্ট্রে!

ফেব্রুয়ারির পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ মহারাষ্ট্রে!

তবে একই সঙ্গে এটিও লক্ষনীয় যে সাধারণত সপ্তাহান্তে কম করোনা পরীক্ষা করা হয় বলে সাধারণত সোমবারে দৈনিক করোনা কেসের সংখ্যা কমই থাকে৷ মঙ্গলবার, মহারাষ্ট্রের মোট কোভিড কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮,৯৬১১৪ টি। যেখানে মৃতের সংখ্যা ১৪৭৮৬৬ এ অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবারের রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ ছিল। ফেব্রয়ারিতে রাজ্যে সর্বোচ্চ দৈনিক করোনা ২০৮৬টি রেকর্ড করা হয়েছিল।

করোনা বাড়ছে তাই বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক!

করোনা বাড়ছে তাই বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক!

প্রসঙ্গত, দেশে করোনার উর্ধ্বমুখী গ্রাফ দেখে অনেকদিন আগেই মাস্ক ও করোনাবিধি বাধ্যতামূলক করেছিল দিল্লি৷ এবার সারা দেশে বিমানবন্দর ও বিমানে মাস্ক বাধ্যতামূলক করা হল৷ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বুধবার বিমানবন্দর এবং বিমানের জন্য নতুন নিয়ম জারির কথা ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে পুরো বিমানযাত্রার সময় মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে৷ শুধুমাত্র শারীরিক অসুস্থতাজনিত ব্যতিক্রমী পরিস্থিতিতে মাস্ক অপসারণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি!

দেশে করোনা আক্রান্ত ৫,২৩৩ জন! একদিনে ৪১ শতাংশ সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ দেশে করোনা আক্রান্ত ৫,২৩৩ জন! একদিনে ৪১ শতাংশ সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ

English summary
Corona is increasing in Maharashtra, daily case rises with Mumbai at the top
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X