বাড়ছে উদ্বেগ! দেশের মধ্যে প্রথম ১০ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পার করল এই রাজ্য
ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে ভারত। গোটা দেশে এখন প্রত্যহ দৈনিক সংক্রমণও প্রায় ১ লক্ষের কাছাকাছি। অন্যদিকে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে ১০ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পার করল মহারাষ্ট্র। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সেখানে রেকর্ড পরিমাণে নতুন করে ২৪ হাজার ৮৮৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে বলে যাচ্ছে।

মৃতের সংখ্যাও ২৯ হাজার ছুঁইছুঁই
শুক্রবার মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে বলে খবর। অন্যদিকে মৃতের সংখ্যাও ২৯ হাজার ছুঁইছুঁই। সুস্থ হয়েছেন ৭ লক্ষের মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় উদ্ধব ঠাকরের রাজ্যে মারা গেছেন ৩৮৩ জন। এদিকে অন্যান্য জেলার মধ্যে সর্বাধিক খারাপ অবস্থা পুনের। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭৩ হাজার মানুষ।

এক নজরে মহারাষ্ট্রের করোনা মানচিত্র
এদিকে পুনের পরেই মহারাষ্ট্রে সর্বাধিক করোনা কবলিত রাজ্য হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে থানে। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের কিছু বেশি। তালিকায় তৃতীয় স্থানে মুম্বই। বাণিজ্য নগরীতে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছুঁইছুঁই। এদিকে গোটা রাজ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ হাজার ৩০৮ জন।

বাড়ছে সুস্থতার হার
অন্যদিকে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্যে এখনও পর্যন্ত ৫০ লক্ষের বেশি মানুষের নমুণা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে গোটা রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.৪ শতাংশে। মৃত্যুহার দাঁড়িয়েছে ২.৮৩ শতাংশে।

কি অবস্থায় রয়েছে সংক্রমণের হার?
অন্যদিকে টেস্টের নিরিখে গোটা রাজ্যে পজেটিভিটির হার ২০ শতাংশের আশেপাশে বলে সরকারি পরিসংখ্যানেই জানা যাচ্ছে। এদিকে বর্তমানে গোটা মহারাষ্ট্রে ১৬ লক্ষ ৪৭ হাজার ৭৪২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেো জানা যাচ্ছে। পাশাপাশি ৩৮ হাজার ৪৮৭ জন সরকারি কোয়ারেন্টাইনের সুবিধায় রয়েছেন বলে খবর।