For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্মচারীর শরীরেও এবার করোনার থাবা

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্মচারীর শরীরেও এবার করোনার থাবা

  • |
Google Oneindia Bengali News

এবার একের পর এক সরকারি দফতরে হানা দিচ্ছে করোনা। সূত্রের খবর, এবার করোনায় আক্রান্ত হয়েছেন অসামরিক বিমান চলাচল মন্ত্রকের এক কর্মচারী। এর জেরে সরসকারি স্তরেও নতুন করে উদ্বেগের সঞ্চার হয়েছে বলে জানা যাচ্ছে।

টুইট করেন হারদীপ সিংহ পুরী

টুইট করেন হারদীপ সিংহ পুরী

বুধবার মন্ত্রকের তরফে ওই কর্মচারীর দেহে করোনা সংক্রমণ নিশ্চিত করেছে সরকার। সূত্রের খবর, প্রথম দফার লকডাউন শেষে ১৫ এপ্রিল কাজে যোগ দিয়েছিলেন ওই ব্যক্তি। পাশাপাশি সাধারণ মানুষের জ্ঞাতার্থে এই বিষয়ে একটি টুইটও করেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হারদীপ সিংহ পুরী।

সিল করা হয়েছে রাজীব গান্ধী ভবন

সিল করা হয়েছে রাজীব গান্ধী ভবন

পাশাপাশি সরকারি সূত্রে খবর, সংক্রমণের খবর পাওয়ার পরেই বর্তমানে বিমান পরিবহণ মন্ত্রকের সদর দফতর রাজীব গান্ধী ভবন আপাতত সিল করে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি সংস্পর্শে আসা সমস্ত মন্ত্রকের সমস্ত কর্মচারীদের এর পরে কোয়ারিন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে প্রয়োজনে তাদেও করোনা টেস্ট হতে পারে বলে জানা যাচ্ছে।

গতকালই লোকসভার এক হাউসকিপারের শরীরে করোনা সংক্রমণের খবর মেলে

গতকালই লোকসভার এক হাউসকিপারের শরীরে করোনা সংক্রমণের খবর মেলে

বর্তমানে নয়াদিল্লি পৌর কাউন্সিল এনডিএমসি-র তরফ থেকে গোটা এলাকায় স্যানিটাইজেশনের কাজ চলছে বলেও খবর। এর আগে গতকালই লোকসভার এক হাউসকিপারের শরীরে করোনা সংক্রমণের খবর মেলে। প্রসাসনিক স্তরে একের পর এক সংক্রমণে এবার স্বভাবতই ঘোর চিন্তায় কেন্দ্র।

‌পাঁচ মাসিক কিস্তিতে সরকারি কর্মীদের এক মাসের বেতন কাটবে কেরল সরকার‌পাঁচ মাসিক কিস্তিতে সরকারি কর্মীদের এক মাসের বেতন কাটবে কেরল সরকার

English summary
corona infection is also in the body of the employee of the ministry of civil aviation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X