For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মু্ম্বইয়ের ধারাবি বস্তি এলকায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে, নতুন করে আক্রান্ত ২

মু্ম্বইয়ের ধারাবি বস্তি এলকায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে, নতুন করে আক্রান্ত ২

  • |
Google Oneindia Bengali News

তীব্র করোনা সংকটে দাঁড়িয়ে গোটা দেশ। আশঙ্কা বাড়াচ্ছে মুম্বইয়ের ধারাবি বস্তি এলাকায়। বুধবার মুম্বইয়ের এক পৌর কর্মকর্তা জানান সেখানে আরও দুজের শরীরের করোনার চিহ্ন মিলেছে।

ঘনজনবসতি হওয়াতেই কী দ্রুত সংক্রমণ ?

ঘনজনবসতি হওয়াতেই কী দ্রুত সংক্রমণ ?

নতুন এই করোনা হানা মিলিয়ে ঘন জনবসতিপূর্ণ ধারাবি বস্তি এলাকায় করোনা সংক্রমণের সংখ্যা বর্তমানে ৯ পৌঁছেছে। এর আগে মঙ্গলবারও সেখানে দুজন তরোনা পজিটিভ রোগীর সন্ধান মেলে। যার জেরে কত কয়েকদিনে মুম্বইয়ে নতুন করে আরও ১১৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলিছে বলে জানা যাচ্ছে।

চিন্তা বাড়ছে বৃহন্নুমাই পৌর কর্পোরেশনের

চিন্তা বাড়ছে বৃহন্নুমাই পৌর কর্পোরেশনের

ধারাবি এলাকায় ক্রমবর্ধমান সংখ্যা বৃহন্নুমাই পৌর কর্পোরেশন বা বিএমসি উদ্বেগকে স্বভাবতই আরও বাড়িয়ে তুলেছে। বর্তমানে মুম্বইতে করোন ভাইরাস পজিটিভের মোট সংখ্যা এখন ৬৪২। অন্যদিকে গোটা মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট ১০১১ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। যার মধ্যে শীর্ষে রয়েছে মুম্বই।

করোনায় থাবায় গোটা মহারাষ্ট্রই

করোনায় থাবায় গোটা মহারাষ্ট্রই

মুম্বইয়ের পরেই রয়েছে পুনে। সেখানে ১৩০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তারপরেই রয়েছে যথাক্রমে পিম্পরি চিন্চওয়াদ (১৭), পুনে পল্লী (৪), থানে (২১), কল্যাণ ডম্বিভলি (২৫), নাভি মুম্বই (২৮), মীরা ভাইন্দর (৩), ভাসাই বিরর (১০), পানভেল (৬), সাতারা (৬), সাঙ্গলি (২৬), নাগপুর (১৯), আহমেদনগর (১৮), আওরঙ্গবাদ (১২), লতুর (৮), ওসমানাবাদ (৪) এবং কোলহাপুর (২)।

মোদীর প্রতি হুঁশিয়ারির বদলে এবার প্রশংসার সুর ট্রাম্পের গলায়!মোদীর প্রতি হুঁশিয়ারির বদলে এবার প্রশংসার সুর ট্রাম্পের গলায়!

English summary
Coronary infections are raising concerns in Mumbai's slums
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X