For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালেই খুলছে নতুন পথ, আন্তর্জাতিক মঞ্চ থেকে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের সাদরে আমন্ত্রণ মোদীর

করোনাকালেই খুলছে নতুন পথ, আন্তর্জাতিক মঞ্চ থেকে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের সাদরে আমন্ত্রণ মোদীর

  • |
Google Oneindia Bengali News

জি৭ সম্মেলনে আমন্ত্রণ পেয়ে সেখানেও দুদিন আগে বাজিমত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ইউরোপের ভিভাটেক ডিজিটাল এবং স্টার্ট-আপ ইভেন্টে অংশ নিয়েও ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানালেন গোটা বিশ্বের কাছে। শিল্পখাতে ভারতের উর্বর সম্ভাবনার কথাই এদিন গোটা বিশ্বের কাছে ফের তুলে ধরলেন মোদী। সেই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য ভারত যে সর্বদা দরজা খোলা রেখেছে সে কথাও জানাতে ভুললেন না তিনি।

নতুন দিশা দেখাচ্ছে ভারত

নতুন দিশা দেখাচ্ছে ভারত

মোদীর কথায় প্রতিভা, বাজার, মূলধন, ইকো-সিস্টেম এবং উন্মুক্ত সংস্কৃতি সংস্কৃতির হাত ধরেই ভারত আজ ব্যাপক শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। যা যে কোনও বিনিয়োগকারীর কাছে স্বর্গ রাজ্য হতে পারে বলে তাঁর মত। মোদীর মতে করোনা যেমন সঙ্কট তৈরি করেছে তেমনই অনেক প্রথাগত রাস্তার বদলে বিকল্প পদ্ধতিতে কাজের রাস্তায় তৈরি করে দিয়েছে। যার মাধ্যমে নতুন দিশা দেখতে পাচ্ছে ভারত।

 করোনাকালেই খুলেছে নতুন পথ

করোনাকালেই খুলেছে নতুন পথ

আর এই পথে হেঁটেও নতুন দিগন্ত দেখতে পাচ্ছে ভারত। এদিন মোদী বলেন "কোভিড-১৯ আমাদের প্রচলিত পদ্ধতিগুলির অনেকগুলিকেই কড়া প্রতিযোগিতা আর পরীক্ষার মধ্যে ফেলে দেয়। কিন্তু নতুন উদ্ভাবনী শক্তিই আজ ফের ভারতকে মাথা তুলতে সাহায্য করেছে। এই মহামারীকালীন উদ্ভাবনই আমাদের আগামীর রাস্তা আরও সুগম করে দেবে।"

হাতিয়ার যখন ডিজিটাল প্রযুক্তি

হাতিয়ার যখন ডিজিটাল প্রযুক্তি

মোদীর কথায়, " করোনাকালে ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবন মানই বদলে দিয়েছে। করোনা মোকাবিলার পাশাপাশি, জন সংযোগের ক্ষেত্রেও বিশেষ ছাপ ফেলেছে। বর্তমানে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা কাজ করতে পারি, প্রিয়জনদের সাথে কথা বলতে পারি এবং অন্যকে সাহায্যও করতে পারি। " সেই সঙ্গে মোদী আরও বলেন বর্তমানে তথ্য-প্রযুক্তি ও স্টার্ট আপের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্য প্রধান পীঠস্থানে পরিণত হয়েছে।

 বিনিয়োগকারীদের সাদরে আমন্ত্রণ মোদীর

বিনিয়োগকারীদের সাদরে আমন্ত্রণ মোদীর

এই প্রসঙ্গে ভিভাটেক ডিজিটালের মঞ্চ থেকে মোদী আরও বলেন, "উদ্ভাবক এবং বিনিয়োগকারীদের যা প্রয়োজন তা সরবরাহ করতে সদা প্রস্তুত ভারত। খনন হোক বা মহাকাশ, ব্যাঙ্কিং হোক পারমাণবিক শক্তি এবং আরও অনেক সেক্টর জুড়ে বিশাল সংস্কার বাস্তবায়ন হয়েছে ভারতে। এমতাবস্থায় আমি গোটা বিশ্বকেই ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এর ফলে ভারতীয়রা যেমন উপকৃত হবেন তেমনই উপকৃত হবেন বিনিয়োগকারীরাও।"

English summary
Modi invited investors from all over the world to talk about multiple possibilities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X