For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা গ্রাফ, সংক্রমণে লাগাম দিতে বাড়ছে বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা

দেশে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা গ্রাফ, সংক্রমণে লাগাম দিতে বাড়ছে বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, কেরলে সংক্রমণের হার দ্বিগুণহারে বাড়ছে। সেই সঙ্গে নাম রয়েছে আরও অনেক রাজ্যেরও। বাদ নেই বাংলার নামও। সেখানেও কোভিড গ্রাফও ক্রমশই বাড়ছে। আর করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে বেড়ে চলেছে বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বুস্টার ডোজ বা সতর্কতামূলক ডোজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪.৩ শতাংশ।

কী জানা গেল পরিসংখ্যান অনুযায়ী

কী জানা গেল পরিসংখ্যান অনুযায়ী

সরকারি পরিসংখ্যান বলছে, কোভিডের বাড়বাড়ন্তের জন্য চলতি মাসের প্রথম ১৫ দিনে প্রায় ৪৭.৫ লক্ষ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। সেই সংখ্যাটা মে মাসের শেষ ১৫ দিনে ছিল ৪১.৫ লক্ষ। গত বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ২৪০ জন। চলতি সপ্তাহের বৃহস্পতিবারে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২১৩ জন। যদিও ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবুও কিন্তু হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক ভাবে কম রয়েছে। সংক্রমণের জেরেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছে দেশবাসী।

 সমীক্ষায় দেখা গেছে

সমীক্ষায় দেখা গেছে

সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, পাঁচটি বড় মেট্রো শহরগুলিতে বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৯ শতাংশ। চেন্নাইতে করোনা গ্রাফ বাড়ায় সেখানে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতাও বাড়ছে। এখন পর্যন্ত সেখানে ২১২.৫ শতাংশ মানুষ তৃতীয় ডোজ নিয়েছেন। করোনা বিশেষজ্ঞদের মতে, যারা এখনও করোনা টিকা নেয়নি তাদের তাড়াতাড়ি কোভিড টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যারা টিকা নিয়েছেন, তবে, বুস্টার ডোজের সময় হয়ে গেলে তা এখনও নেননি, তারা তাড়াতাড়ি তা নিয়ে নিন। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে প্রথম দুটি ডোজ বাড়নোর চেষ্টা করছে সরকার।

 মুম্বইয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মুম্বইয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

৬০ বছরের কম বয়সী বা প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজ বৃদ্ধির কথা বলা হচ্ছে। বুস্টার ডোজগুলির জন্য সরকারের বিনামূল্যের টিকা ড্রাইভ শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সীদের এবং স্বাস্থ্যসেবা ও ফ্রন্টলাইন কর্মীদের দেওয়া হচ্ছে । তথ্য অনুসারে জানা গিয়েছে, মুম্বইয়ে ক্রমশই বেড়ে চলেছে কোভিড সংক্রমণ। যা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বুস্টার শটের সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেঙ্গালুরুতে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণ। চলতি মাসে প্রতি সপ্তাহে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। জুন মাসে প্রথম সপ্তাহে ৬.৮ শতাংশ বৃদ্ধি ও দ্বিতীয় সপ্তাহে ৪৯.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা বাড়ছে

বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা বাড়ছে

সমীক্ষা বলছে, কলকাতা ও রাজধানী দিল্লিতে চলতি মাসের বুস্টার ডোজের সংখ্যা রেকর্ড করা হয়েছে। দিল্লিতে জুনের প্রথম সপ্তাহে ৫.৯ শতাংশ মানুষ বুস্টার শট নিয়েছিলেন। করোনা গ্রাফ বাড়ার জন্য বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই সংখ্যা বেড়ে এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৩২.৪ শতাংশ। কোউইনের ডেটা অনুসারে জানা গিয়েছে, জুনের প্রথম সপ্তাহে কলকাতায় বুস্টার ডোজের নেওয়ার সংখ্যা ছিল ৯.৭ শতাংশ। তা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৪.৩ শতাংশ।

আগামী ২৩ জুনের মধ্যে ২০ হাজার কর্মীর ডিএ মেটানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের আগামী ২৩ জুনের মধ্যে ২০ হাজার কর্মীর ডিএ মেটানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

English summary
number of corona cases is increasing in India. That is why the number of booster doses is increasing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X