করোনা সঙ্কটে বড় ধাক্কা টেলিকম সেক্টরে! শুধুমাত্র মে মাসেই ৫৬ লক্ষ গ্রাহক হারাল একাধিক সংস্থা
করোনা ধাক্কায় যখন জেরবার দেশীয় অর্থনীতি তখন লক্ষ লক্ষ গ্রাহক হারিয়ে বেকায়দায় একাধিক টেলিকম সংস্থা। সম্প্রতি এই বিষয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ওই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র মে মাসেই দেশজুড়ে প্রায় ৫৬ লক্ষের বেশি গ্রাহক হারালো একাধিক টেলিকম সংস্থা।

সূত্রের খবর, লকডাউনের ইন্টারনেট সাধারণ মানুষের নির্ভর জীবনযাত্রার মাঝেই শুধুমাত্র মে মাসে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড প্রত্যেকেই ৪৭.৪২ লক্ষ করে গ্রাহক হারিয়েছে। ওয়্যারলেস টেলিকম সংযোগের ক্ষেত্রে এপ্রিলে গোটা দেশে যেখানে ১১৪.৯৫ কোটি গ্রাহক ছিল একাধিক টেলিকম সংস্থার তা মে মাসে নেমে দাঁড়ায় ১১৪.৩৯ কোটিতে।
এদিকে করোনা সঙ্কটেও তরতর করে বেড়ে চলেছে জিও-র ব্যবসা। এয়ারটেল ভোডাফোনের ব্যবসায়িক মন্জদার মাঝেও মে মাসে ৩৭ লক্ষের বেশি গ্রাহকে নিজেদের ঘরে টেনেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বর্তমানে গোটা দেশে তাদের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯.২৭ কোটি। এদিকে এই সময় দু-লক্ষেরও বেশি নতুন গ্রাহক টেনেছে বিএসএনএলও। পাশাপাশি ট্রাইয়ের রিপোর্টে দেখা যাচ্ছে গোটা দেশে শুধু মাত্র মে মাসে ২৯.৮ লক্, গ্রাহক নিজের বর্তমান নেটওয়ার্ক পরিবর্তন করতে চেয়ে মোবাইল নম্বর পোর্টেবিলিটির জন্য আবেদন করেছেন।

করোনা সঙ্কটের মাঝে মে মাসে ৪৭ লক্ষ গ্রাহক হারাল এয়ারটেল, ভোডাফোন! জয়যাত্রা অব্যাহত জিও-র